স্বদেশের উপকারে নাই যার মন
কে বলে মানুষ তারে পশু সেই জন।
মূলভাব: স্বদেশপ্রেম মানুষের অন্যতম শ্রেষ্ঠ অপরিহার্য গুণ। যার মধ্যে দেশপ্রেমের আদর্শ
নেই, সে প্রকৃত অর্থে মানুষ নয়। সে পশুতুল্য। সম্প্রসারিত ভাব: স্বদেশের প্রতি ভালােবাসা শ্রেষ্ঠ মানবিক গুণ বা বৈশিষ্ট্য। যুগে যুগে স্বদেশ প্রেমের স্বাক্ষর রেখেছেন অনেক মহাপুরুষ, দেশবাসী ও সাধারণ জনতা। মানুষ যে দেশে বাস করে সে দেশের আলাে-বাতাস ও সার্বিক অবদানে বেঁচে থাকে, পরিপুষ্ট হয়। যে দেশে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে, যে দেশে মানুষের যাবতীয় মানবীয় গুণাবলির বিকাশ ঘটে, সে দেশের বিপদাপদে নাগরিক জীবন উৎসর্গীকৃত থাকাই একান্ত কর্তব্য। দেশের আলাে-বাতাসে বড় হয়ে যে ব্যক্তি দেশের উপকার করতে অনীহ, অমনােযােগী -সে নরাধম। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার হুমকিপূর্ণ মুহূর্তে যে নরাধম দেশের সাহায্যে এগিয়ে আসে না- সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল জঘন্য কাজ করে। মানুষ হয়ে অকৃতজ্ঞ পশুর মতাে কাজ যে করে- সে মানুষ পদবাচ্য বিবেচিত হতে পারে না। সে পশুতুল্য জঘন্য পামর। স্বদেশ ও স্বজাতির উপকার সাধনে যে দ্বিধাগ্রস্ত, দেশের জন্য যে নিবেদিতপ্রাণ নয়, দেশ ও জাতির বিপর্যয়ে যার প্রাণ কাদে না, সে বিবেকবর্জিত অমানুষ ছাড়া আর কিছুই নয়।
মন্তব্য: স্বদেশের প্রতি ভালােবাসা অন্যতম মানবিক গুণ। বলা হয়ে থাকে, ঈমানের অঙ্গ। তাই প্রত্যেক মানুষের দেশপ্রেমিক আদর্শ নাগরিক হওয়া একান্ত কর্তব্য। স্বদেশপ্রেম।
Post a Comment