ভাব সম্প্রসারণ: শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

শুন হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: সমগ্র সৃষ্টির মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ।
সম্প্রসারিত ভাব: মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। পরম করুণাময় আল্লাহ তায়ালা মানুষকে সর্বগুণে বিভূষিত এবং সকল বিষয়ে পারদর্শী করে সৃষ্টি করেছেন। তাই মানুষ আজ নিজেদের কর্মগুণে প্রকৃতিকে বশীভূত করে কাজে খাটাচ্ছে। কিন্তু মানুষ যখন এ ক্ষমতার বশীভূত হয়ে আত্মহারা হয়ে পড়ে, তখন সে তার চেয়ে ক্ষীণ বুদ্ধিসম্পন্ন দরিদ্র ভাগ্যাহত অপরাপর মানুষকে হেয় মনে করে। মানুষের মাঝে আশরাফ-আতরাফ বিভেদের সৃষ্টি করে তাদেরকে ঘৃণা ও অবজ্ঞা করে। প্রকৃতপক্ষে সব মানুষ একই আল্লাহরই সৃষ্টি। তাই মানুষে মানুষে কোনাে ভেদাভেদ নেই। কিন্তু তা তারা ভুলে যায়। প্রত্যেক মানুষ আল্লাহর সৃষ্টি। তবে শক্তিসামর্থ্য, শিক্ষাদীক্ষা, প্রভাব- প্রতিপত্তিতে সকল মানুষ এক নয়। কিন্তু তাই বলে এসব মানুষের সঙ্গে ব্যবহারের মানদণ্ড খারাপ হওয়া উচিত নয়। মানুষের সঙ্গে ব্যবহারের সময় মনে রাখতে হবে, প্রত্যেকেই মানুষ, তাদের মধ্যে কোনাে ভেদাভেদ নেই।
মন্তব্য: মানুষ সৃষ্টির সেরা জীব। তার যােগ্যতা ও গুণাবলির জন্য জগতের সবকিছুর উপর সে-ই একমাত্র সত্য হিসেবে প্রতিষ্ঠিত।


Post a Comment

Previous Post Next Post