ভাব সম্প্রসারণ: গ্রন্থগত বিদ্যা আর পরহস্থে ধন, নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়ােজন

গ্রন্থগত বিদ্যা আর পরহস্থে ধন, নহে বিদ্যা, নহে ধন হলে প্রয়ােজন।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: গ্রন্থগত বিদ্যা যা আত্মস্থ করা হয়নি এবং অন্যের ধন যা স্বীয় করায়ত্ত হয়নি এগুলাে সবই নিরর্থক। কারণ প্রয়ােজনীয় মুহূর্তে এগুলাে যথাযথ ব্যবহার করা সম্ভব হয় না।
সম্প্রসারিত ভাব: বিদ্যা ও ধন মানুষের অতি প্রয়ােজনীয় জিনিস। বিদ্যা মানুষকে মহৎ করে আর ধন মানুষের জীবন রক্ষায় সাহায্য করে। তবে শুধু পুঁথিগত জ্ঞান মানুষকে যথাযথ জ্ঞানী করে তুলতে পারে না। বিদ্যাকে জীবন পরিচালনার ক্ষেত্রে প্রয়ােগ করার মধ্যেই যথার্থ জ্ঞান নিহিত। মানুষ অত্যন্ত সাধনা দিয়ে বিদ্যার্জন করে তার অর্জিত জ্ঞানের কথা গ্রন্থে লিপিবদ্ধ করে থাকে। যুগে যুগে মানুষ আপন চিন্তার ফসল দিয়ে বিশ্বের জ্ঞানভাণ্ডার পূর্ণ করে তুলেছে। আর মানুষের সকল জ্ঞান লিপিবদ্ধ আছে গ্রন্থে। তা হতে আমরা জ্ঞান লাভ করি। আবহমানকাল থেকে মানুষের অর্জিত বিদ্যা আর জ্ঞান যদি গ্রন্থে সংরক্ষিত না হয়ে আসত, তাহলে প্রয়ােজনে মানুষ তা লাভ করতে পারত না। তবে প্রচুর গ্রন্থ কিনে ঘরে রেখে দিলেই কেউ জ্ঞানী হয় না। প্রয়ােজনে গ্রন্থে রক্ষিত বিদ্যা কাজে লাগানাে যায় না। বিদ্যা আয়ত্ত করতে হয় কঠিন পরিশ্রমের ভেতর দিয়ে।
মন্তব্য: ধন মানুষের অতীব প্রয়ােজনীয় জিনিস। ধন অর্জন করে কেউ যদি অপরের নিকট রেখে দেয়, তাহলে প্রয়ােজনের সময় তা পাওয়া যায় না। তেমনি বিদ্যাও যদি কেবল গ্রন্থের মাঝেই সীমাবদ্ধ থাকে, তাহলে তা জীবনের কোনাে কাজে লাগে না।


Post a Comment

Previous Post Next Post