HSC ICT: ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম জ্ঞানমূলক প্রশ্নোত্তর

<

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর পর্বে আপনারদের জানায় স্বাগতম...

HSC ICT: ষষ্ঠ অধ্যায় ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম জ্ঞানমূলক প্রশ্নোত্তর, HSC ICT 6th chapter, Relational database management system, Query
  1. প্রশ্ন: ডেটাবেজ (Database) কি? ডেটাবেজ (Database) কাকে বল?
  2. উত্তর: Data শব্দের অর্থ হলো “উপাত্ত” এবং Base শব্দের অর্থ হলো “ ঘাটি” বা “সমাবেশ”। সুতরাং কোনো বিষয় সম্পর্কিত তথ্য বা উপাত্তের সমষ্টিই হলো ডেটাবেজ।
  3. প্রশ্ন: ডেটাবেজের জনক কে?
  4. উত্তর: ডেটাবেজের জনক হলো এডগার ফ্রাঙ্ক কড।
  5. প্রশ্ন: ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) কাকে বলে?
  6. উত্তর: DBMS হলো এমন একটি সফটওয়্যার নিয়ন্ত্রিত পদ্ধতি যার মাধ্যমে ডেটাবেজ পরিচালনা, তথ্যের স্থান সংকুলান, তথ্যের নিরাপত্তা, তথ্য সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ করা হয়।
  7. প্রশ্ন: ডেটা টেবিল কাকে বলে?
  8. উত্তর: ডেটা বা তথ্য সমৃদ্ধ টেবিলকে ডেটা টেবিল বলে।
  9. প্রশ্ন: সেল বা ফিল্ড কি?
  10. উত্তর: টেবিলের অন্ততগত ছোট ছোট ঘর গুলিই হচ্ছে সেল বা ফিল্ড।
  11. প্রশ্ন: কলাম কাকে বলে?
  12. উত্তর: টেবিলের উপর থেকে নিচের দিকের সেলের লাইনকে একত্রে কলাম বলে।
  13. প্রশ্ন: রো/সারি কাকে বলে?
  14. উত্তর: টেবিলের বাম থেকে ডান দিকের সেলের লাইনকে একত্রে রো/সারি বলে।
  15. প্রশ্ন: SQL কি?
  16. উত্তর: SQL হলো একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ।
  17. প্রশ্ন: রিলেশনাল ডেটাবেজ ম্যনেজমেন্ট সিস্টেম (RDBMS) কি?
  18. উত্তর: পরস্পর সম্পর্কযুক্ত তথ্য বা উপাত্তের সমষ্টিই হলো রিলেশনাল ডেটাবেজ ম্যনেজমেন্ট সিস্টেম।
  19. প্রশ্ন: ডেটা রিলেশন মডেলের প্রবক্তা কে?
  20. উত্তর: এডগার ফ্রাঙ্ক কড।
  21. প্রশ্ন: কয়েকটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামের নাম লেখ।
  22. উত্তর: MS Access, My SQL, SQL Lite, Oracle, Foxpro etc.
  23. প্রশ্ন: ডেটা টাইপ কি?
  24. উত্তর: আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ডেটার ধরনই হচ্ছে ডেটা টাইপ।
  25. প্রশ্ন: কয়েকটি ডেটা টাইপের নাম লেখ।
  26. উত্তর: Text, Number, Logical, Date/Time, currency, OLE Object, Hyperlink etc.
  27. প্রশ্ন: Text ডেটা টাইপ ফিল্ডে সর্বোচ্চ কত ক্যারেক্টার ব্যবহার করা যায়।
  28. উত্তর: ২৫৫ টি।
  29. প্রশ্ন: ক্যুয়েরি (Query) কাকে বলে?
  30. উত্তর: Query শব্দের অর্থ হলো অনুসন্ধান করা। অর্থাৎ ডেটাবেজ থেকে বিভিন্ন শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করাকে ক্যুয়েরি বলে।
  31. প্রশ্ন: কয়েক প্রকার ক্যুয়েরির নাম লেখ।
  32. উত্তর: Select Query, Action Query, Make Table Query, Update Quere, Delete Quere etc.
  33. প্রশ্ন: Selecte Query কাকে বলে?
  34. উত্তর: ডেটাবেজের এক বা একাধিক ডেটা টেবিল থেকে ফিল্ডসমূহ বেছে নিয়ে যে ক্যুয়েরি করা হয় তাকে Selecte Query বলে।
  35. প্রশ্ন: Update Query কাকে বলে?
  36. উত্তর: কোন নির্দিষ্ট ডেটা আপডেট করার জন্য যে ক্যুয়েরি করা হয় তাকে আপডেট ক্যুয়েরি বলে।
  37. প্রশ্ন: Sorting কি?
  38. উত্তর: Sorting অর্থ সাজানো। অর্থাৎ ডেটা টেবিলের এট্রিবিউট গুলোকে বিভিন্ন নামে সাজিয়ে রাখাই হচ্ছে সর্টিং।
  39. প্রশ্ন: Ascending ও Descending অর্ডারের কাজ কি?
  40. উত্তর: Ascending এর কাজ হলো ডেটাগুলোকে ছোট থেকে বড় ক্রমে এবং Descending এর কাজ হলো ডেটাগুলোকে বড় থেকে ছোটক্রমে সাজানো।
  41. প্রশ্ন: ডেটা ইন্ডেক্সিং কাকে বলে?
  42. উত্তর: ডেটাবেজে টেবিলের ডাটাকে উর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজানোকে ইন্ডেক্সিং বলে।
  43. প্রশ্ন: ডেটাবেজ রিলেশন কি?
  44. উত্তর: একই ডেটাবেজে একাধিক ডেটা টেবিলের মাঝে সম্পর্কে স্হাপন করাকে ডেটাবেজ রিলেশন বলে।
  45. প্রশ্ন: ডেটাবেজ রিলেশন কত প্রকার?
  46. উত্তর: তিন প্রকার। যথা: 1.One to One, 2.One to many/ Many to One, 3.Many to Many.
  47. প্রশ্ন: ওয়ান টু ওয়ান (One to One) রিলেশন কাকে বলে?
  48. উত্তর: একই ডেটাবেজের একটি ডেটা টেবিলের একটি রেকর্ড সাথে অন্য একটি ডেটা টেবিলের একটি রেকর্ডের সম্পর্ক স্হাপন করাকে ওয়ান টু ওয়ান (One to One) রিলেশন বলে।
  49. প্রশ্ন: ওয়ন টু মেনি/ মেনি টু ওয়ান (One to Many/ Many to One) রিলেশন কাকে বলে?
  50. উত্তর: একই ডেটাবেজের একটি ডেটা টেবিলের একটি রেকর্ড সাথে অন্য একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্হাপন করাকে ওয়ন টু মেনি/ মেনি টু ওয়ান (One to Many/ Many to One) রিলেশন বলে।
  51. প্রশ্ন: মেনি টু মেনি (Many to Many) রিলেশন বলে?
  52. উত্তর: একই ডেটাবেজের একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ড সাথে অন্য একটি ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্হাপন করাকে মেনি টু মেনি (Many to Many) রিলেশন বলে।
  53. প্রশ্ন: ওয়েব এনাবল ডেটাবেজ কাকে বলে?
  54. উত্তর: যে ডেটাবেজ ইন্টারনেটর সুবিধাযুক্ত যে কোন স্থান থেকে সাধারণ ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যে কোন প্লাটফর্মে স্বয়ংক্রিয় ভাবে অ্যাকসেস করা যায় তাকে ওয়েব এনালব ডেটাবেজ বলে।
  55. প্রশ্ন: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে?
  56. উত্তর: কোনো প্রতিষ্ঠানের মানবসম্পদ কার্যক্রমগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য যে তথ্য পদ্ধতি ব্যবহার করা হয় তাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম বলে?
  57. প্রশ্ন: ডেটা সিকিউরিটি কাকে বলে?
  58. উত্তর: ডেটার নিরাপত্তা বিধানই হলো ডেটা সিকিউরিটি।
  59. প্রশ্ন: ডেটা এনক্রিপশন (Data Encryption) কাকে বলে?
  60. উত্তর: যে পদ্ধতিতে মূল ডেটাকে বিশেষ কোডের মাধ্যমে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন বলে।
  61. প্রশ্ন: সাইফার টেক্সট কাকে বলে?
  62. উত্তর: ডেটা এনক্রিপ্ট করার পর ডেটা গুলো আর বোধগম্য হয় না, তখন তাকে সাইফারটেক্সট বলে।
  63. প্রশ্ন: প্লেইন টেক্সট কাকে বলে?
  64. উত্তর: ডেটা এনক্রিপ্ট করার পূর্বে ডেটা গুলো বোধগম্য হয়, তখন তাকে প্লেইন টেক্সট বলে।
  65. প্রশ্ন: কিপ্টোগ্রাফি কাকে বলে?
  66. উত্তর: ডেটাকে প্লেইনটেক্সট থেকে সাইফারটেক্সট এবং সাইফারটেক্সট থেকে প্লেইনটেক্সটে পরিবর্তন করাকে কিপ্টোগ্রাফি বলে?
  67. প্রশ্ন: ডেটা ডিক্রিপশন কাকে বলে?
  68. উত্তর: এনক্রিপশন করা ডেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসাকে ডেটা ডিক্রপশন বলে?


Post a Comment

Previous Post Next Post