HSC ICT: পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা জ্ঞানমূলক প্রশ্নোত্তর

>

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর পর্বে আপনারদের জানায় স্বাগতম...

এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা জ্ঞানমূলক প্রশ্নোত্তর, HSC ICT 5th unit
  1. প্রশ্ন: প্রোগ্রামিং ভাষা (Programming Language) কাকে বলে ?
  2. উত্তর: প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করার জন্য যে সকল ভাষা ব্যবহার করা হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে।
  3. প্রশ্ন: কম্পিউটারের প্রাণ বলা হয় কাকে?
  4. উত্তর: প্রোগ্রাম বা সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়।
  5. প্রশ্ন: কম্পিউটার কি?
  6. উত্তর: কম্পিউটার হলো একটি অত্যাধুনিক ইলেক্ট্রনিক ডিভাইস, যা ইনপুট গ্রহণ করে এবং তা বিভিন্নভাবে বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করে।
  7. প্রশ্ন: কম্পিউটারের ভাষাকে কোন পদ্ধতিতে প্রকাশ করা হয়?
  8. উত্তর: কম্পিউটারের ভাষাকে বাইনারী পদ্ধতির 0 ও 1 দ্বারা প্রকাশ করা হয়।
  9. প্রশ্ন: 0 ও 1 দ্বারা কম্পিউটার কি বোঝে?
  10. উত্তর: 0 ও 1 দ্বারা কম্পিউটার দুইটি অবস্থা বোঝে। 1 বলতে বিদ্যুৎ আছে (ON) এবং 0 বিদ্যুৎ নেই (OFF) বোঝে।
  11. প্রশ্ন: গঠন ও বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ভাষা কত প্রকার?
  12. উত্তর: পাঁচ প্রকার। যাথা: ১. যান্ত্রিক ভাষা। ২. অ্যাসেম্বলি ভাষা। ৩. উচ্চস্তরের ভাষা। ৪. চতুর্থ প্রজন্মের ভাষা। ৫. পঞ্চম প্রজন্ম বা ন্যাচারাল ভাষা।
  13. প্রশ্ন: যান্ত্রিক ভাষা কাকে বলে?
  14. উত্তর: যন্ত্র সরাসরি যে ভাষা বুঝতে পারে তাকে যান্ত্রিক ভাষা বলে। এটি হলো বাইনারী পদ্ধতির 0 এবং 1
  15. প্রশ্ন: যান্ত্রিক ভাষা চালু হয় কত সালে?
  16. উত্তর: ১৯৪৫ সালে।
  17. প্রশ্ন: যান্ত্রিক ভাষার প্রতিটি নির্দেশের কতটি অংশ থাকে?
  18. উত্তর: দুইটি। যথা: ১. অপকোড ও ২. অপারেন্ড।
  19. প্রশ্ন: অপকোড দ্বারা কি বোঝানো হয়?
  20. উত্তর: কম্পিউটার কি ধরনের কাজ করবে তা বোঝানো হয়।
  21. প্রশ্ন: অপারেন্ড দ্বারা কি বোঝানো হয়?
  22. উত্তর: কম্পিউটার কি ধরনের অপারেশন করবে তা বোঝানো হয়?
  23. প্রশ্ন: অ্যাসেম্বলি ভাষার প্রচলন কত সালে শুরু হয়?
  24. উত্তর: ১৯৫০ সালে।
  25. প্রশ্ন: সি (C) ভাষা কে কত সালে আবিষ্কার করেন?
  26. উত্তর: ১৯৭২ সালে ডেনিস রিচি।
  27. প্রশ্ন: কম্পাইলার (Compiler) কি?
  28. উত্তর: কম্পাইলার উচ্চস্তরের ভাষার উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে।
  29. প্রশ্ন: ইন্টারপ্রেটার (Interpreter) কি?
  30. উত্তর: উচ্চস্তরের ভাষায় লেখা কোনো প্রোগ্রামকে সরাসরি নির্বাহের জন্য ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়। এটি উৎস প্রোগ্রামের একটি একটি করে লাইন পড়ে এবং যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।
  31. প্রশ্ন: অ্যাসেম্বলার কি?
  32. উত্তর: অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য যে অনুবাদক ব্যবহার করা হয় তাকে অ্যাসেম্বলার বলে। এটি নেমোনিক কোডকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করে।
  33. প্রশ্ন: প্রোগ্রাম তৈরির ধাপগুলো কি কি?
  34. উত্তর: ১. সমস্যা শনাক্তকরণ। ২. সমস্যার বিশ্লেষণ। ৩. প্রোগ্রাম ডিজাইন। ৪. প্রোগ্রাম কোডিং। ৫. প্রোগ্রাম টেস্টিং। ৬. ভুল শনাক্ত ও সংশোধন করা। ৭. প্রোগ্রাম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
  35. প্রশ্ন: অ্যালগরিদম কাকে?
  36. উত্তর: কাজ সম্পাদনে ক্ষেত্রে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমে কাজ সম্পাদনের পূর্ব পরিকল্পনাই হলো অ্যালগরিদম।
  37. প্রশ্ন: ফ্লোচার্ট কাকে বলে?
  38. উত্তর: যে চিত্রের মাধ্যমে প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার গতিধারা নির্দেশ করে তাকে ফ্লোচার্ট বলে।
  39. প্রশ্ন: সি প্রোগ্রামের শুরুর ফাংশন কোনটি?
  40. উত্তর: main()
  41. প্রশ্ন: C প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্টের শেষে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
  42. উত্তর: C প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্টের শেষে ব্যবহার করা হয় ; সেমিকোলন চিহ্ন।
  43. প্রশ্ন: Bit কাকে বলে?
  44. উত্তর: বাইনারী পদ্ধতির প্রতিটি ডিজিটকে এক একটি বিট (bit) বলে।যেমন: 100101=6bit, 11011001=8bit
  45. প্রশ্ন: কত বিটে ১ বাইট?
  46. উত্তর: ৮ বিটে ১ বাইট।
  47. প্রশ্ন: ডেটা টাইপ কাকে বলে?
  48. উত্তর: ডেটার ধরণকে ডেটা টাইপ বলে।
  49. প্রশ্ন: ডেটা টাইপ কত প্রকার?
  50. উত্তর: সি প্রোগ্রামে সাধারণ ৪ ধরনের ডেটা টাইপ আছে। 1.Integer 2.Character 3.Float 4.Double
  51. প্রশ্ন: কোন ডেটা টাইপ মেমোরিতে কতটুকু জায়গা দখল করে?
  52. উত্তর: 1.Integer ২বাইট। 2.Character ১ বাইট। 3.Float ৪ বাইর। 4.Double ৮ বাইট।
  53. প্রশ্ন: Constant বা ধ্রুবক কাকে বলে?
  54. উত্তর: সি প্রোগ্রামে এমন কিছু মান উল্লেখ করে দেওয়া হয় যেগুলো কখনো পরিবর্তন হয় না তাদেরকে ধ্রুবক বলে।
  55. প্রশ্ন: চলক কাকে বলে?
  56. উত্তর: চলক হলো প্রোগ্রামে দেওয়া কয়েক বাইট জায়গার নাম। যার অধিনে কিছু ডেটা রাখা হয়।
  57. প্রশ্ন: চলক কত প্রকার?
  58. উত্তর: চলক দুই প্রকার। যথা: 1. Local Variable 2. Global Variable
  59. প্রশ্ন: অপারেটর কত প্রকার?
  60. উত্তর: অপারেটর ৩ প্রকার। যথা: ১.ইউনারি অপারেটর ২.বাইনারী অপারেটর ৩.টারনারি অপারেটর।
  61. প্রশ্ন: বাইনারী অপারেটর কত প্রকার?
  62. উত্তর: বাইনারি অপারেটর ছয় প্রকার। যথা: ১.গানিতিক অপারেটর ২.সম্পর্কযুক্ত অপারেটর ৩.যুক্তিমূলক অপারেটর ৪.বিটওয়াইজ অপারেটর ৫.অ্যাসাইনমেন্ট অপারেটর ৬.কন্ডিশনাল অপারেটর।
  63. প্রশ্ন: কীওয়ার্ড (Keyword) কাকে বলে?
  64. উত্তর: সি প্রোগ্রামে যে বিশেষ শব্দগুলোর মাধ্যমে প্রোগ্রাম তৈরি করা হয় তাকে কীওয়ার্ড বলে।
  65. প্রশ্ন: ইনপুট কাকে বলে?
  66. উত্তর: যে প্রক্রিয়ায় কম্পিউটারে তথ্য প্রবেশ করানো হয় তাকে ইনপুট বলে।
  67. প্রশ্ন: আউটপুট কাকে বলে?
  68. উত্তর: কম্পিউটারের কাজের ফলাফলই হলো আউটপুট।
  69. প্রশ্ন: লুপ কি?
  70. উত্তর: কোনো কাজের পুনরাবৃত্তিই হলো লুপ।
  71. প্রশ্ন: অ্যারে কাকে বলে?
  72. উত্তর: একই ধরনের ডেটার সমাবেশকে অ্যারে বলে।
  73. প্রশ্ন: ফাংশন কাকে বলে?
  74. উত্তর: প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে ফাংশন বলে।


Post a Comment

Previous Post Next Post