বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

মুক্তিযুদ্ধ,BCS,স্বাধীনতা সংগ্রাম,ইতিহাস,independence of Bangladesh, the Liberation war
  1. প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি?
  2. উত্তর: অপারেশন সার্চ লাইট।
  3. প্রশ্ন: শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?
  4. উত্তর: ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
  5. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
  6. উত্তর: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করেছিলেন।
  7. প্রশ্ন: কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?
  8. উত্তর: ১০ নং সেক্টর।
  9. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?
  10. উত্তর: স্বাধীনতা যুদ্ধে সাত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন।
  11. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?
  12. উত্তর: স্বাধীনতা যুদ্ধে ৬৮ জন বীরউত্তম খেতাব লাভ করেন।
  13. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?
  14. উত্তর: স্বাধীনতা যুদ্ধে ১৭৫ জন বীর বিক্রম উপাধি লাভ করে?
  15. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?
  16. উত্তর: ৪২৬ জন।
  17. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?
  18. উত্তর: ৬৭৬ জন।
  19. প্রশ্ন: মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
  20. উত্তর: রেসকোর্স ময়দানে। বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে।
  21. প্রশ্ন: জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?
  22. উত্তর: জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট।
  23. প্রশ্ন: আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?
  24. উত্তর: বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
  25. প্রশ্ন: জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?
  26. উত্তর: জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল ৯৩ হাজার।
  27. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
  28. উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
  29. প্রশ্ন: প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
  30. উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
  31. প্রশ্ন: প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয ?
  32. উত্তর:০২ রা মার্চ ১৯৭১ সালে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয।
  33. প্রশ্ন: বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?
  34. উত্তর: তৎকালীন ডকসুর ভিপি আ. স. ম. আব্দুর রব।
  35. প্রশ্ন: কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?
  36. উত্তর: ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
  37. প্রশ্ন: চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা পাঠ করা হয় ?
  38. উত্তর: ২৬ মার্চ, ১৯৭১।
  39. প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?
  40. উত্তর: চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।


Post a Comment

Previous Post Next Post