বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-২

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম...

মুক্তিযুদ্ধ,BCS,স্বাধীনতা সংগ্রাম,ইতিহাস,independence of Bangladesh, the Liberation war
  1. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
  2. উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
  3. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
  4. উত্তর: ১৯ শে মার্চ, ১৯৭১ গাজিপুরে।
  5. প্রশ্ন: শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?
  6. উত্তর: ৮ই জানুয়ারী ১৯৭২।
  7. প্রশ্ন: “এ দেশের মাটি চাই, মানুষ নয়”- এ উক্তি কার?
  8. উত্তর: জেনারেল ইয়াহিয়া খানের।
  9. প্রশ্ন: সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?
  10. উত্তর: ১০ই এপ্রিল ১৯৭১।
  11. প্রশ্ন: বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?
  12. উত্তর: ১০ই এপ্রিল ১৯৭১।
  13. প্রশ্ন: বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল কবে?
  14. উত্তর: ১৭ই এপ্রিল ১৯৭১।
  15. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহন করেছিল?
  16. উত্তর: ১৭ই এপ্রিল ১৯৭১।
  17. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?
  18. উত্তর: ৬ জন
  19. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
  20. উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
  21. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
  22. উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
  23. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
  24. উত্তর: তাজউদ্দীন আহমেদ।
  25. প্রশ্ন: মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
  26. উত্তর: শেখ মুজিবর রহমান।
  27. প্রশ্ন: মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?
  28. উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।
  29. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
  30. উত্তর: তাজউদ্দিন আহমেদ।
  31. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
  32. উত্তর: এম. মনসুর আলী।
  33. প্রশ্ন: মুজিনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন কে?
  34. উত্তর: খন্দকার মোশতাক আহমেদ।
  35. প্রশ্ন: মুজিনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন কে?
  36. উত্তর: এ. এইচ. এম. কামরুজ্জামান।
  37. প্রশ্ন: মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন?
  38. উত্তর: অধ্যাপক ইউসুফ আলী।
  39. প্রশ্ন: জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
  40. উত্তর: ১৮ই এপ্রিল ১৯৭১।


Post a Comment

Previous Post Next Post