আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে সাধারণ জ্ঞান মুক্তিযুদ্ধ,BCS,স্বাধীনতা সংগ্রাম,ইতিহাস,independence of Bangladesh, the Liberation war
  1. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কখন?
  2. উত্তর: ১৯৬৮ সালের জানুয়ারী মাসে।
  3. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন?
  4. উত্তর: পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
  5. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়?
  6. উত্তর: ১৯৬৮ সলের জুন মাসে।
  7. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?
  8. উত্তর: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল ৩৫ জন।
  9. প্রশ্ন: ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার প্রধান আসামী ছিলেন?
  10. উত্তর: শেখ মুজিবর রহমান।
  11. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার রাষ্ট্রীয় নাম কি ছিল?
  12. উত্তর: রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য।
  13. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান লক্ষ্য কি ছিল?
  14. উত্তর: বাংলাদেশকে রাজনৈতিক শূন্য করে আইয়ুব খানের ক্ষমতা টিকিয়ে রাখা।
  15. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান উদ্দেশ্য কি ছিল?
  16. উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতি থেকে বিতাড়িত করা।
  17. প্রশ্ন: কেন আগরতলা ষড়যন্ত্র মামলার নাম করণ করা হয়েছিল?
  18. উত্তর: তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ভারত সরকারের সহায়তায় সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। ভারতের ত্রিপুরার আগরতলা শহরে ভারতীয় পক্ষ ও আসামি পক্ষদের মধ্যে এ ষড়যন্ত্রের পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ থাকায় একে আগরতলা ষড়যন্ত্র মামলা বলা হয়।
  19. প্রশ্ন: কে কখন শেখ মুজিবের পক্ষে ট্রাইব্যুনাল গঠন সংক্রান্ত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন পেশ করেন?
  20. উত্তর: ১৯৬৮ সালের ৫ আগস্ট ব্রিটিশ আইনজীবী ও ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টমাস উইলিয়ম ।
  21. প্রশ্ন: ৩-সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালের চেয়ারম্যান কে ছিলেন?
  22. উত্তর: বিচারপতি এস এ রহমান।
  23. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার চার্জশিটের অনুচ্ছেদ সংখ্যা কত ছিল?
  24. উত্তর: ১০০ অনুচ্ছেদ।
  25. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলায় রাষ্ট্রের পক্ষ থেকে কতজন সাক্ষীর তালিকা আদালতে দাখিল করা হয়?
  26. উত্তর: ১১ জন রাজসাক্ষীসহ মোট ২২৭ জন সাক্ষী।
  27. প্রশ্ন: তন্মধ্যে কতজন রাজসাক্ষীকে সরকার পক্ষ থেকে বৈরী ঘোষণা করা হয়?
  28. উত্তর: ৪জন।
  29. প্রশ্ন: কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে?
  30. উত্তর: ১৫ই ফেব্রুয়ারী ১৯৬৯ সালে।
  31. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন?
  32. উত্তর: ২০ জানুয়ারী, ১৯৬৯।
  33. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ মতিউর কবে নিহত হন?
  34. উত্তর: ২৪ জানুয়ারী, ১৯৬৯।
  35. প্রশ্ন: পুলিশের গুলিতে শহীদ মতিউর কবে নিহত হন?
  36. উত্তর: ২৪ জানুয়ারী, ১৯৬৯।
  37. প্রশ্ন: শহীদ ড. শামসুজ্জোহা কবে কোথায় হত্যা করা হয়েছিল?
  38. উত্তর: ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
  39. প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
  40. উত্তর: ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।


Post a Comment

Previous Post Next Post