বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-৪

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞানের চতুর্থ পর্বে আপনাদের জানাই স্বাগতম...

মুক্তিযুদ্ধ,BCS,স্বাধীনতা সংগ্রাম,ইতিহাস,independence of Bangladesh, the Liberation war
  1. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?
  2. উত্তর: জেনারেল জগজিৎ সিং অরোরা।
  3. প্রশ্ন: আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান কবে ঢাকা ত্যাগ করেন?
  4. উত্তর: ২৫ই মার্চ, ১৯৭১ রাতে।
  5. প্রশ্ন: প্রশ্ন:বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিলো?
  6. উত্তর: ২ নং সেক্টরের অধীনে।
  7. প্রশ্ন:অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল?
  8. উত্তর: ইয়াহিয়া খান।
  9. প্রশ্ন: ৭ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংক্ষা কত ছিলো?
  10. উত্তর: প্রায় দশ লক্ষ।
  11. প্রশ্ন: সরকারিভাবে নিয়মিত বাহিনির নাম কী ছিলো?
  12. উত্তর: এম. এফ.
  13. প্রশ্ন: ১৯৭১ এ ভারতীয় বিমান ঘাটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে?
  14. উত্তর: ৩রা নভেম্বর।
  15. প্রশ্ন: মুক্তিযুদ্ধ যাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
  16. উত্তর: সেগুনবাগিচায়।
  17. প্রশ্ন: মুক্তিবাহিনী কবে গঠিত হয়?
  18. উত্তর: ১৯৭১ সালের ১১ জুলাই।
  19. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  20. উত্তর: ১১টি সেক্টরে।
  21. প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
  22. উত্তর: ১৪ই ডিসেম্বর।
  23. প্রশ্ন: মুক্তিযুদ্ধে কত লোক প্রাণ হারায়?
  24. উত্তর: প্রায় ৩০ লাখ।
  25. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি?
  26. উত্তর: চারটি। ১. বীরশ্রেষ্ঠ। ২.বীরউত্তম। ৩.বীরবিক্রম। ৪. বীরপ্রতীক।
  27. প্রশ্ন: মুক্তিযোদ্ধাদের কাছে প্রিয় স্লোগান ছিল কোনটি?
  28. উত্তর: “জয় বাংলা”
  29. প্রশ্ন: কে ভারত থেকে আত্মসমর্পন দলিল নিয়ে আসেন?
  30. উত্তর: মেজর জেনারেল জ্যাকব।
  31. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বহির্বিশ্বে জনমত তৈরিতে কে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে?
  32. উত্তর: বিচারপতি আবু সায়িদ চৌধুরী।
  33. প্রশ্ন: অপারেশন জ্যাকপটে মোট কতটি পাকিস্তানী জাহাজ ধ্বংস করে?
  34. উত্তর: ৬০টি।
  35. প্রশ্ন: শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যিদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যরা নানা ধরণের কৌশল অবলম্বন করেছিলেন। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি?
  36. উত্তর: গেরিলা আক্রমন ও সন্মুখ যুদ্ধ
  37. প্রশ্ন: পাকিস্তানি বাহিনী কবে ভারতের বিমান ঘাঁটতে হামলা করে?
  38. উত্তর: ৬ই নভেম্বর ১৯৭১
  39. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল ?
  40. উত্তর: ৩টি। ১.কে ফোর্স। ২.এস ফোর্স। ৩.জেড ফোর্স।
  41. প্রশ্ন: “কে” ফোর্সের নেতৃত্ব দিয়েছেন কে?
  42. উত্তর: মেজর খালেদ মোশারফ।
  43. প্রশ্ন: “এস” ফোর্সের নেতৃত্ব দিয়েছেন কে?
  44. উত্তর: মেজর কে. এম. সফিউল্লাহ।
  45. প্রশ্ন: “জেড” ফোর্সের নেতৃত্ব দিয়েছেন কে?
  46. উত্তর: মেজর জিয়াউর রহমান।
  47. প্রশ্ন: মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিলো?
  48. উত্তর: মুক্তিফৌজ।
  49. প্রশ্ন: মুক্তিফৌজের সদস্য সংখ্যা কত ছিল?
  50. উত্তর: ৩০ হাজার।
  51. প্রশ্ন: মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?
  52. উত্তর: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
  53. প্রশ্ন: আত্মসমর্পনের পরে পাকিস্তানী দের যুদ্ধবন্দি হিসেবে কোথায় নিয়ে যাওয়া হয়?
  54. উত্তর: ঢাকা সেনানিবাসে।
  55. প্রশ্ন: মুক্তিবাহিনীর উপসেনাপ্রধান কে ছিলেন?
  56. উত্তর: এ.কে. খন্দকার।


Post a Comment

Previous Post Next Post