৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান

৪০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান

৪০ তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান,40th bcs exam question paper and answer script
০১.প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় ?
উত্তর: ফরিদপুর ।
০২.প্রশ্ন: বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
উত্তর: ২ কোটি ৪০ লক্ষ একর ।
০৩.প্রশ্ন: ‘ গারো উপজাতি ’ কোন জেলায় বাস করে ?
উত্তর: ময়মনসিংহ ।
০৪.প্রশ্ন: ২০১৮ সালে বাংলাদেশের Per capita GDP কত ?
উত্তর: ১৭৫২ মার্কিন ডলার ।
০৫.প্রশ্ন: আইন ও সালিশ কেন্দ্র কোন ধরনের সংস্থা ?
উত্তর: মানবাধিকার ।
০৬.প্রশ্ন: Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কত ভাগে ভাগ করেছেন ?
উত্তর: ৪ ভাগে
০৭.প্রশ্ন: বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
উত্তর: ১৩৬ তম সদস্য ।
০৮.প্রশ্ন: বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কখন ?
উত্তর: ৭ মার্চ , ১৯৭৩ ।
০৯.প্রশ্ন: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল ?
উত্তর: সোভিয়েত ইউনিয়ন ।
১০.প্রশ্ন: বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভূক্ত করা হয় ?
উত্তর: পঞ্চম তফসিল ।
১১.প্রশ্ন: বঙ্গভঙ্গ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উত্তর: লর্ড কার্জন ।
১২.প্রশ্ন: বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
উত্তর: ভাওয়াল ও মধুপুরের বনভূমি ।
১৩.প্রশ্ন: বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কখন ?
উত্তর: ১৯৭৪ সালে ।
১৪.প্রশ্ন: Inclusive Development Index ( IDI ) এর ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত ?
উত্তর: দ্বিতীয় স্থান ।
১৫.প্রশ্ন: ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত ?
উত্তর: ৪১ বিলিয়ন মার্কিন ডলার ।
১৬.প্রশ্ন: Alliance যে দেশ ভিত্তিক গামেন্টস ব্রান্ড গুলোর সংগঠন -
উত্তর: যুক্তরাষ্টের ।
১৭.প্রশ্ন: ২০১৮ সালে বাংলাদেশের GDP তে শিল্প খাতের অবদান কত ?
উত্তর: ৩০.৬৬ % ।
১৮.প্রশ্ন: ২০১৮ - ১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে -
উত্তর: সাড়ে ৪ হাজার কোটি টাকা ।
১৯.প্রশ্ন: বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে ?
উত্তর: ১৯৯১ সালে ।
২০.প্রশ্ন: সংবিধানের কোন সংশোধনকে first distortion of constitution বলে আখ্যায়িত করা হয় ?
উত্তর: ৫ম সংশোধন ।
২১.প্রশ্ন: স্বধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে ?
উত্তর: সপ্তম ।
২২.প্রশ্ন: গণপ্রজাতন্তী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় - উত্তর: ১৬ ডিসেমম্বর , ১৯৭২ ।
২৩.প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন ( PSC ) গঠনের কথা উল্লেখ আছে ?
উত্তর: ১৩৭ নং অনুচ্ছেদে ।
২৪.প্রশ্ন: আওয়ামী লীগের ৬ দফা পেশ করেছিল -
উত্তর: ১৯৬৬ সালে ।
২৫.প্রশ্ন: বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সংখ্যা মোট কতজন ছিল ?
উত্তর: ৩৫ জন ।
২৬.প্রশ্ন: তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয় কতটি ?
উত্তর: ১৩,৪৪২ টি । (তথ্য বাতায়নে আছে )
২৭.প্রশ্ন: ‘ Let there be Light ’ - বিখ্যাত ছবির পরিচালনা করেন কে ?
উত্তর: জহির রায়হান ।
২৮.প্রশ্ন: আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন ?
উত্তর: ১৪৯৮ - ১৫১৯ খৃষ্টাব্দ ।
২৯.প্রশ্ন: মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য।
৩০ .প্রশ্ন: ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় কারা এসেছিলেন ?
উত্তর: পর্তুগীজরা ।
৩১.প্রশ্ন: Tennyson's 'In Memoriam ' is an elegy on the death of -
উত্তর: John Keats .
৩২.প্রশ্ন: Identify the word which is spelt incorrectly
উত্তর: consciencious .
৩৩.প্রশ্ন: ' You look terrific in that dress !' The word ' terrific ' in the above sentence means -
উত্তর: excellent.
৩৪.প্রশ্ন: Someone who is capricious is -
উত্তর: known for sudden changes in attitude or behaviour .
৩৫.প্রশ্ন: Which one of the following words is masculine ?
উত্তর: lad .
৩৬.প্রশ্ন: A man whose wife is died is called a -
উত্তর: widower .
৩৭.প্রশ্ন: Which word is similar to ' appeal' ?
উত্তর: dismay .
৩৮.প্রশ্ন: Which word means the opposite of ' dearth' ?
উত্তর: abundance .
৩৯.প্রশ্ন: Identify the word which remains the same in its plural form :
উত্তর: aircraft .
৪০.প্রশ্ন: Identify the determiner in the following sentence : I have no news for you .
উত্তর: no .
৪১.প্রশ্ন: ' A lost opportunity never returns.'Here ' Lost ' os a -
উত্তর: participle .
৪২.প্রশ্ন: The saying ' enough is enough ' is used when you want -
উত্তর: something to stop .
৪৩.প্রশ্ন: ' He ran with greed speed.' The underline part of sentence is a
উত্তর: adverb phrase .
৪৪.প্রশ্ন: ' We must not late , else we will miss the train.' This is -
উত্তর: compound sentence .
৪৫.প্রশ্ন: Change the voice : ' Who is calling me ?'
উত্তর: By whom I am called ?
৪৬.প্রশ্ন: An extra message added at the end of a letter after it is signed is called -
উত্তর: postscript .
৪৭.প্রশ্ন: 'Sweet Helen' make me immortal with kiss.' The sentence has been taken from the play -
উত্তর: Doctor Faustus .
৪৮.প্রশ্ন: ' What's in a name ? That which we call a rose By any other name would smell as sweet '- who said this ?
উত্তর: Juliet .
৪৯.প্রশ্ন: ' Man's love is of man's life a thing apart , 'Tis women's whole existence.' - This taken from the poem of -
উত্তর: Lord Byron .
৫০.প্রশ্ন: Who translated the 'Rubaiyat of Omar Khayyam ' into English ?
উত্তর: Edward Fitzgerald
৫১.প্রশ্ন: 'Ulysses' is a novel written by -
উত্তর: James Joyce .
৫২.প্রশ্ন: The short story ' The Diamond Necklace' was written by -
উত্তর: Guy de Maupassant .
৫৩.প্রশ্ন: ' All the perfumes of Arabia will not sweeten this little hand .' - Who said this ?
উত্তর: Lady Macduff .
৫৪.প্রশ্ন: ' Where are the songs of Spring ? Aye , where are they ? Think not of them , thou hast thy music too.' - eho wrote this ?
উত্তর: John Keats
৫৫.প্রশ্ন: Who is the central character of ' Wuthering Heights' by Emily Bronte ?
উত্তর: Heathcliff .
৫৬.প্রশ্ন: ' The old order changeth , yielding place to new .' - This line is extracted from Tennyson's poem -
উত্তর: Morte d' Arthur .
৫৭.প্রশ্ন: Who wrote the poem ' The Good - Morrow' ?
উত্তর: John Donne .
৫৮.প্রশ্ন: 'Please write to me at the address.' The word ' above ' in this sentence is a / an
উত্তর: adjective .
৫৯.প্রশ্ন: In which sentence is the word past used as preposition ?
উত্তর: Tania was a wonderful singer , but she's past her prime .
৬০.প্রশ্ন: The word sibling means -
উত্তর: a brother or sister .
৬১.প্রশ্ন: As she was talking , he suddenly broke ________ , saying , ' That's a lie !'
উত্তর: in .
৬২.প্রশ্ন: You may go for a walk if you feel _______ it .
উত্তর: like .
৬৩.প্রশ্ন: ' The rape of the lock ' by alexander pope is a / an
উত্তর: mock - heroic poem .
৬৪.প্রশ্ন: Which of the following is not an American poet ?
উত্তর: W.B Yeats .
৬৫.প্রশ্ন: William Shakespeare was born in -
উত্তর: 1564 .
৬৬.প্রশ্ন: দ্বারা , দিয়া কতৃক - বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি ?
উত্তর: তৃতীয়া ।
৬৭.প্রশ্ন: ' অভিরাম ' শব্দের অর্থ কি ?
উত্তর: সুন্দর ।
৬৮.প্রশ্ন: বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি ?
উত্তর: খেলনা / লিখিত ।
৬৯.প্রশ্ন: ' Attested ' - এর বাংলা পরিভাষা কোনটি ?
উত্তর: সত্যায়িত ।
৭০.প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান ?
উত্তর: পোজ্জ্বল ।
৭১.প্রশ্ন: ‘ জোছনা ’ কোন শ্রেণীর শব্দ ?
উত্তর: অর্ধ তৎসম ।
৭২.প্রশ্ন: ‘ জিজীবিষা ’ শব্দটি দ্বারা কি বুঝায় ?
উত্তর: বেঁচে থাকার ইচ্ছা ।
৭৩.প্রশ্ন: ‘ সর্বাঙ্গীন ’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
উত্তর: সর্বাঙ্গ + ঈন ।
৭৪.প্রশ্ন: অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলে ?
উত্তর: কুম্ভিলকবৃত্তি ।
৭৫.প্রশ্ন: ‘ ঊর্ণনাভ ’ শব্দটি দিয়ে বুঝায় ?
উত্তর: মাকড়সা ।
৭৬.প্রশ্ন: বাংলা আধুনিক উপন্যাস এর প্রর্বতক কে ?
উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
৭৭.প্রশ্ন: “ কিন্তু আরম্বের পরে ও আরম্ব আছে । সন্ধা বেলার দীপ জ্বালার আগে সকাল বেলার সলতে পাকানো ।” - বাক্যদয় কোন রচনা থেকে উদ্ধৃত ?
উত্তর: যোগাযোগ ।
৭৮.প্রশ্ন: মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি ?
উত্তর: একটি কালো মেয়ের কথা ।
৭৯.প্রশ্ন: ‘ কালো বরফ ’ উপন্যাসটির বিষয় -
উত্তর: দেশভাগ ।
৮০.প্রশ্ন: ‘ ঢাকা প্রকাশ ’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার ।
৮১.প্রশ্ন: ‘ জীবনস্মৃতি ’ কার রচনা ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ।
৮২.প্রশ্ন: দীনবন্ধু মিত্রের ‘ নীলদর্পণ ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে ?
উত্তর: মাইকেল মধুসূদন দত্ত ।
৮৩.প্রশ্ন: “ সকালে উঠিয়া আমি মনে মনে বলি , সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ।” - চরণ দুটির রচয়িতা কে ?
উত্তর: মদনমোহন তর্কালঙ্কার ।
৮৪.প্রশ্ন: চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে ?
উত্তর: বৌদ্ধধর্ম ।
৮৫.প্রশ্ন: শরতরে শিশির - বাগধারাটির অর্থ কি ?
উত্তর: সুসময়ের বন্ধু ।
৮৬.প্রশ্ন: ‘ শিব রাত্রির সলতে ’ - বাগধারাটির অর্থ কি ?
উত্তর: একমাত্র সন্তান ।
৮৭.প্রশ্ন: ‘ প্রোষিতভতৃকা ’ - শব্দটির অর্থ কি ?
উত্তর: যে নারীর স্বামী বিদেশে থাকে ।
৮৮.প্রশ্ন: প্রাচীন যুগের কবি নন কে ?
উত্তর: রমনীপাদ ।
৮৯.প্রশ্ন: কোন রচনাটি পুথি সাহিত্যের অন্তর্গত নয় ?
উত্তর: পদ্মাবতী ।
৯০.প্রশ্ন: জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত কে ?
উত্তর: বৃন্দাবন দাশ ।
৯১.প্রশ্ন: বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত ?
উত্তর: ব্রজবুলি ।
৯২.প্রশ্ন: জসীমউদ্দিনের রচনা কোনটি ?
উত্তর: যাদের দেখেছি ।
৯৩.প্রশ্ন: ‘ কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না ’ - উক্তিটি কোন উপন্যাসের ?
উত্তর: শরৎচন্দ্রের পথের দাবী ।
৯৪.প্রশ্ন: ইংয় বেঙ্গল গোষ্টীভুক্ত ছিলেন কে ?
উত্তর: মাইকেল মধুসুদন দত্ত ।
৯৫.প্রশ্ন:বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছিল ?
উত্তর: ১৯২২ সালে।
৯৬.প্রশ্ন: ‘ আগুন পাথি ’ উপন্যাসের রচয়িতা কে ?
উত্তর: হাসান আজিজুল হক ।
৯৭.প্রশ্ন: একুশে ফেবরুয়ারি’র বিখ্যাত গানটির রচয়িতা কে ?
উত্তর: আলতাফ মাহমুদ ।
৯৮.প্রশ্ন:বাক্যের ক্রিয়ার সাথে অন্য পদের যে সম্পর্ক তাকে কী বলে ?
উত্তর: কারক ।
৯৯.প্রশ্ন: ‘ গীর্জা ’ কোন ভাষার শব্দ ?
উত্তর: পর্তুগীজ ।
১০০.প্রশ্ন: কোন শব্দযুগল বিপরীতার্থক নয় ?
উত্তর: ঐচ্ছিক - অনাবশ্যকীয় ।
১০১.প্রশ্ন:মূল্যবোধের চালিকা শক্তি কি ?
উত্তর: সংস্কৃতি ।
১০২.প্রশ্ন:অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -
উত্তর: বিনিয়োগ বৃদ্ধি পায় ।
১০৩.প্রশ্ন: তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার ?
উত্তর: অর্থনৈতিক ।
১০৪.প্রশ্ন: বাংলাদেশে ‘ নব-নৈতিকতার ’ প্রবর্তক কে ?
উত্তর: আরজ আলী মাতুব্বর ।
১০৫.প্রশ্ন: ‘ আমরা যে সমাজেই বসবাস করি না কেন , আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি । ’ - এটি -
উত্তর: রাজনৈতিক ও সামাজিক অনুশাসন ।
১০৬.প্রশ্ন: সভ্য সমাজের মানদন্ড হলো -
উত্তর: আইনের শাসন ।
১০৭.প্রশ্ন: ‘ বিপরীত বৈষম্য ’ এর নীতিটি প্রয়োগ করা হয় -
উত্তর: পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে ।
১০৮.প্রশ্ন: মূল্যবোধ হলো -
উত্তর: মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড ।
১০৯.প্রশ্ন: জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -
উত্তর: মৌলিক স্বাধীনতার উন্নয়ন ।
১১০.প্রশ্ন: সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -
উত্তর: নিয়মিত কর প্রদান ।
১১১.প্রশ্ন: জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে ?
উত্তর: ১৯৪৮ ।
১১২.প্রশ্ন: মিনস্ক কোন দেশের রাজধানী ?
উত্তর: বেলারুশ ।
১১৩.প্রশ্ন: সর্বরেশষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন সালের কোন মাসে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ফেব্রুয়ারী ২০১৯ ।
১১৪.প্রশ্ন: কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় ?
উত্তর: অস্টিয়া ।
১১৫.প্রশ্ন: OIC এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু অংশগ্রহণ করেন ?
উত্তর: ২য় শীর্ষ সম্মেলনে ।
১১৬.প্রশ্ন: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের কোন অংশে ভারত সম্প্রতি সামরিক বিমান হামলা করে ?
উত্তর: বালাকোট ।
১১৭.প্রশ্ন: নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে ?
উত্তর: ভারত ।
১১৮.প্রশ্ন: ‘ দ্যা আইডিয়া অব জাস্টিস ’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর: অমত্য সেন ।
১১৯.প্রশ্ন: শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেওয়া হয় ?
উত্তর: হাম্বানটোটা ।
১২০.প্রশ্ন: যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত ?
উত্তর: কিউবা ।
১২১.প্রশ্ন: টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে ?
উত্তর: ১৭ ।
১২৩.প্রশ্ন: ‘ V20 ’ গ্রুপ কিসের সঙ্গে সম্পকিত ?
উত্তর: জলবায়ু পরিবর্তন ।
১২৪.প্রশ্ন: বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
উত্তর: কাটোউইস , পোল্যান্ড ।
১২৫.প্রশ্ন: Sunshine Policy - এর সাথে কোন দুটি দেশ জড়িত ?
উত্তর: উত্তর কোরিয়া , দক্ষিণ কোরিয়া ।
১২৬.প্রশ্ন: BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি ?
উত্তর: New Development Bank ( NDB ) .
১২৭.প্রশ্ন: কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে ?
উত্তর: জীবুতি ।
১২৮.প্রশ্ন: কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই ?
উত্তর: NAM .
১২৯.প্রশ্ন: কোন সংস্থাটির সদর দপ্তর বাংলাদেশে ?
উত্তর: BIMSTEC
১৩০.প্রশ্ন: জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ বলতে কি বুঝায় ?
উত্তর: নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী রাষ্ট্র ।
১৩১.প্রশ্ন: নিচের কোনটি জলজ উদ্ভিদ ?
উত্তর: গজারী ।
১৩২.প্রশ্ন: কোনটি মানবসৃষ্ট আপদ নয় ?
উত্তর: কালবৈশাখী ।
১৩৩.প্রশ্ন: বাংলাদেশের লাউয়াছড়া উদ্যানে কোন ধরনের বনভূমি ?
উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ , আধা - চিরহরিৎ জাতীয় ।
১৩৪.প্রশ্ন: বাংলাদেশে সংঘঠিত বন্যার রেকর্ড অনুযায়ী ( ১৯৭১ - ২০০৭ ) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়েছে ?
উত্তর: ১৯৮৮ ।
১৩৫.প্রশ্ন: সার্ক দূযোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তর: নয়া দিল্লী ।
১৩৬.প্রশ্ন: বাংলাদেশের অর্থনৈতিক সেক্টর গুলোর মধ্যে কোন খাতে কর্মসংস্থান বেশি ?
উত্তর: কৃষি খাত ।
১৩৭.প্রশ্ন: বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলীত হয় -
উত্তর: জলোচ্ছ্বাসজনিত বন্যা ।
১৩৮.প্রশ্ন: নিচের কোনটি পাললিক শিলা ?
উত্তর: কয়লা ।
১৩৯.প্রশ্ন: নিচের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র ?
উত্তর: ১ : ১০,০০০ ।
১৪০.প্রশ্ন: সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমুহকে যোগকারী রেখাকে কি বলে ?
উত্তর: আইসোহাইট ।
১৪১.প্রশ্ন: একটি বাল্বে “ 60 W - 220 W ” লেখা আছে । বাল্বটির রোধ কত ?
উত্তর: 806.67
১৪২.প্রশ্ন: নবায়নযোগ্য জ্বালানির উৎস কোনটি ?
উত্তর: বায়োগ্যাস ।
১৪৩.প্রশ্ন: কার্বোহাইড্রেডে C , H এবং O এর অনুপাত কত ?
উত্তর: ১ : ২ : ১ ।
১৪৪.প্রশ্ন: সোডিয়াম ইসিটেটের সংকেত কোনটি ?
উত্তর: CH3COONa .
১৪৫.প্রশ্ন: ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি ?
উত্তর: আইসোটোপ ।
১৪৬.প্রশ্ন: খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে কি গ্রহণ করে ?
উত্তর: কার্বন ড্রাই অক্সসাইড ।
১৪৭.প্রশ্ন: 35/17Cl মৌলের নিউট্রন কত ?
উত্তর: 18 .
১৪৮.প্রশ্ন: কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেটি কিসের মাধ্যমে নির্ণয় করা যায় ?
উত্তর: গলনাংক ।
১৪৯.প্রশ্ন: অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে ?
উত্তর: জারণ ।
১৫০.প্রশ্ন: AC কে DC করার যন্ত্র কোনটি ?
উত্তর: রেকটিফায়ার ।
১৫১.প্রশ্ন: বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রুপান্তর করা হয় কোন যন্ত্রের মাধ্যমে ?
উত্তর: লাউড স্পিকার ।
১৫২.প্রশ্ন: বাতাসের আদ্রতা মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর: হাইগ্রোমিটার ।
১৫৩.প্রশ্ন: সাঁতার কাটা সহজ -
উত্তর: সাগরে ।
১৫৪.প্রশ্ন: ডিমে কোন ভিটামিন নেই ?
উত্তর: ভিটামিন সি ।
১৫৫.প্রশ্ন: কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয় ?
উত্তর: ক্রোমোটোপ্লাস্ট ।
১৫৬.প্রশ্ন: একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নীচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয় ?
উত্তর: Tables .
১৫৭.প্রশ্ন: Bluetooth কিসের উদাহরণ ?
উত্তর: Personal Area Network .
১৫৮.প্রশ্ন: মোবাইল ফোনে কোন Mode এ যোগাযোগ হয় ?
উত্তর: Full-duplex .
১৫৯.প্রশ্ন: Firewall কি protection দেওয়ার জন্য ব্যবহার করা হয় ?
উত্তর: Unauthorised access .
১৬০.প্রশ্ন: TV remote এর Carrier frequency-র range কত ?
উত্তর: Infra-red range .
১৬১.প্রশ্ন: নীচের কোনটি Octal number নয় ?
উত্তর: 101 .
১৬২.প্রশ্ন: Time - shared OS এর জন্য কোন scheduling policy সবচেয়ে ভালো ?
উত্তর: Round-robin .
১৬৩.প্রশ্ন: নীচের কোনটি ৫২(১৬) এর বাইনারী রূপ ?
উত্তর: 01010010(2) .
১৬৪.প্রশ্ন: প্রথম Web Browser কোনটি ?
উত্তর: World Wide Wab .
১৬৫.প্রশ্ন: Social Networking Site - এ যোগাযোগ কোন media ব্যবহৃত হয় ?
উত্তর: উপরের সবগুলো ।
১৬৬.প্রশ্ন: CPU কোন address generate করে ?
উত্তর: Logical address .
১৬৭.প্রশ্ন: H.323 Protocol সাধারণত কী কাজে ব্যবহৃত হয় ?
উত্তর: VoIP .
১৬৮.প্রশ্ন: মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নীচের কোনটি ব্যবহৃত হয় ?
উত্তর: OCR .

১৬৯.প্রশ্ন: নীচের কোন প্রোগ্রামটি একটি সম্পুর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদান করে ?
উত্তর: Compiler .
১৭০.প্রশ্ন: কোনটি ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে ?
উত্তর: Touch Screen .
১৭১.প্রশ্ন: 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি ?
উত্তর: বাস্তব ও অসমান ।
১৭২.প্রশ্ন: চিত্রে ∠PQR=55° , ∠LRN=90° এবং PQ || MR , PQ=PR হলে ∠NRP এর মান কত ?
উত্তর: 35° .
১৭৩.প্রশ্ন: P = { x:x,12 এর গণনীয়কসমূহ} এবং Q = {x:x,3 এর গুণিতক এবং x ≤ 12 } হলে , P - Q কত ?
উত্তর: {1 , 2 , 4 }
১৭৪.প্রশ্ন: যদি x4 - x2 + 1 = 0 হয় , তবে x3 + 1/x3 = ?
উত্তর: 0 .
১৭৫.প্রশ্ন: xx√x = ( x√x )x হলে , x এর মান কত ?
উত্তর: 9 / 4 .
১৭৬.প্রশ্ন: কোন শর্তে log1a = 0 হবে ?
উত্তর: a > 0 , a not equal 1
১৭৭.প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা ?
উত্তর: কোনটিই নয়।
১৭৮.প্রশ্ন: একটি মটর সাইকেল ১২ % ক্ষতিতে বিক্রি করা হলো । যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো , তাহলে ৮ % লাভ হতো । মটর সাইকেলের ক্রয় মূল্য কত ?
উত্তর: ৬০০০ টাকা ।
১৭৯.প্রশ্ন: ( ০.৯ )৩ + ( ০.৪ )৩ / ০.৯ + ০.৪ এর মান কত ?
উত্তর: ০.৬১ ।
১৮০.প্রশ্ন: 3x - 2 > 2x - 1 এর সমাধান সেট কোনটি ?
উত্তর: ( 1 , )
১৮১.প্রশ্ন: cos ( n/2অনুক্রমটির চতুর্থ পদ কত ?
উত্তর: 1 .
১৮২.প্রশ্ন: ৬ জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায় ?
উত্তর: ২০
১৮৩.প্রশ্ন: নিচের কোন পূর্ণসংখ্যাটিকে ৩ , ৪ , ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১ , ২ , ,৩ ও ৪ অবশিষ্ট থাকে ?
উত্তর: ৫৮ ।
১৮৪.প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত 4 : 3 । তপন ও রবিনের আয়ের অনুপাত 5 : 4 । পনিরের আয় 120 টাকা হলে , রবিনের আয় কত ?
উত্তর: 72 টাকা ।
১৮৫.প্রশ্ন: ৪৫০ টাকা বার্ষিক ৬ % সুদে কত বছরে সুদে আসলে ৫৫৮ টাকা হবে ?
উত্তর: ৪ বছরে ।
১৮৬.প্রশ্ন: চিত্র সম্পর্কিত ।
উত্তর: ঘ
১৮৭.প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ ?
উত্তর: আবশ্যক , মিথক্রিয়া , গীতালি ।
১৮৮.প্রশ্ন: ' UNICEF' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে ?
উত্তর: ক
১৮৯.প্রশ্ন: রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে , যদি রোলারকে
উত্তর: টেনে নিয়ে যাওয়া ।
১৯০.প্রশ্ন: .১ × .০১ × .০০১ = ?
উত্তর: .০০০০০১ ।
১৯১.প্রশ্ন: যদি চ × G = 82 হয় তবে J × ট = ?
উত্তর: ১১০ ।
১৯২.প্রশ্ন: চিত্র সম্পর্কিত । উত্তর: খ
১৯৩.প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে ?
উত্তর: ১৪০ ।
১৯৪.প্রশ্ন: একজন ব্যক্তি ভ্রমনে ৪ মাইল উত্তরে , ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায় । সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে ?
উত্তর: ২০ ।
১৯৫.প্রশ্ন: ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্ক যাওয়ার সময় ‍দিনের সময় কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয় , কেন ?
উত্তর: পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে ।
১৯৬.প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি ?
উত্তর: অধোগতি ।
১৯৭.প্রশ্ন: সঠিক বানান কোনটি ?
উত্তর: Indwelling .
১৯৮.প্রশ্ন: চিত্র সম্পর্কিত ।
উত্তর: ঘ
১৯৯.প্রশ্ন: বাংলা ব্যন্জনবর্ণ মালায় ম অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কি ?
উত্তর: ন ।
২০০.প্রশ্ন: যদি ABC = XYZ হয় তবে GIVV = ?
উত্তর: TREE .


Post a Comment

Previous Post Next Post