৪১ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান
১.প্রশ্ন: ‘To win a price in my ambition,’ The underline part of sentence is a/উত্তরঃ Noun Phrase
২.প্রশ্ন: Choose the word opposite in meaning to ‘terse’-
উত্তরঃ Descrptive
৩.প্রশ্ন: “Who’s that?” In this sentence 'that' is a/
উত্তরঃ Pronoun
৪.প্রশ্ন: What is the noun form of the word ‘know’?
উত্তরঃ Knowledge
৫.প্রশ্ন: 'Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.' This extract is taken from the
উত্তরঃ Hamlet
৬.প্রশ্ন: 'Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find, and not to yield' is taken from the poem written
উত্তরঃ Alfred Tennyson
৭.প্রশ্ন: 'Give somebody a piece of your mind' means
উত্তরঃ Tell someone that you are very angry with them
৮.প্রশ্ন: 'I shall help you provided you obey me.' Here the underlined word is a/an
উত্তরঃ Conjunction
৯প্রশ্ন: Identify the corect spelling:
উত্তরঃ Questionnaire
১০প্রশ্ন: Which 'but' is a preposition?
উত্তরঃ What can we do but sit and wait?
১১.প্রশ্ন: Who is no a romantic poet?
উত্তরঃ T. S. Eliot
১২.প্রশ্ন: In Shakespeare's play Hamlet. Hamlet was prince of -
উত্তরঃ Denmark
১৩.প্রশ্ন: Adela Quested and Mrs. Moore are Characters from the novel-
উত্তরঃ A passage to India
১৪.প্রশ্ন: 'Shylock' is a charcter in the play-
উত্তরঃ The Merchant of Venice
১৫.প্রশ্ন: 'Venity Fair' is novel written by-
উত্তরঃ William makepeace Thackeary
১৬.প্রশ্ন: 'Pip' is the protagonist in Charles Dickens' novel-
উত্তরঃ Great Expectations
১৭.প্রশ্ন: 'Lady Chatterley's Lover' was written by the author of-
উত্তরঃ The Rainbow
১৮.প্রশ্ন: Identify the word that can be uesd us both singular and plural:
উত্তরঃ Fish
১৯.প্রশ্ন: Find the correct passive from the sentence 'Who taught you French?'
উত্তরঃ By whom were you taught French?
২০.প্রশ্ন: 'The old man was tried of walking.' Here 'walking' is a/an-
উত্তরঃ Gerund
২১.প্রশ্ন: Which one is a correct sentence?
উত্তরঃ The doctor took my pulse.
২২.প্রশ্ন: 'I will not let you go.' In this sentence 'go' is a/an-
উত্তরঃ Infinitive
২৩.প্রশ্ন: When Ushashi entered____the room everybody stopped talking.
উত্তরঃ -no preposition required
২৪.প্রশ্ন: The Play 'The Birthday Party' is written by-
উত্তরঃ Harold Pinter
২৫.প্রশ্ন: 'Time held me green and dying Though I sang in my chains like the sea.' These lines have been qouted from Dylan Thomas' poem-
উত্তরঃ Fern Hill
২৬.প্রশ্ন: One whose attitude is'eat, drink and be merry' is-
উত্তরঃ Epicurean
২৭.প্রশ্ন: 'Was this the face that launch'd a thousand ships, And burnt the topless towers of Ilium?' Who speaks the famous lines?
উত্তরঃ Faustus
২৮.প্রশ্ন: The Character 'Alfred Doolittle; is taken from Shaw's play titled-
উত্তরঃ Pygmalion
২৯.প্রশ্ন: The Poem 'The Love Song of J. Alfred Prukrock' is written by-
উত্তরঃ T. S. Eliot
৩০.প্রশ্ন: Who is the author od the first scientific romance' The Time Machine'?
উত্তরঃ H. G. Wells
৩১.প্রশ্ন: 'Call me if you have any problems regarding your work.' Here 'regarding' is a/an-
উত্তরঃ Preposition
৩২.প্রশ্ন: Select the correct comparative form of the sentence 'A string o pearls was not so bright as her teeth.'
উত্তরঃ Her teeth were brighter than
৩৩.প্রশ্ন: 'Come on, it's time to go home. 'Here Home' is a/an-
উত্তরঃ Adverb
৩৪.প্রশ্ন: 'Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.' In this sentence the verb 'arrived' is-
উত্তরঃ Intransitive
৩৫.প্রশ্ন: Which one of the following is a common gender?
উত্তরঃ Sovereign
৩৬.প্রশ্ন: সংবিধানের কোন অনুচ্ছেদ আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়?
উত্তরঃ অনুচ্ছেদ ২৫
৩৭.প্রশ্ন: বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
উত্তরঃ সেন্টমার্টিন
৩৮.প্রশ্ন: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
উত্তরঃ ৫টি
৩৯.প্রশ্ন: কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
উত্তরঃ সিপাহী হামিদুর রহমান
৪০.প্রশ্ন: কে বীরশ্রেষ্ঠ নন?
উত্তরঃ মুন্সী আব্দুর রহিম
৪১.প্রশ্ন: বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ৭ই মার্চ ১৯৭৩
৪২.প্রশ্ন: প্রান্তিক হ্রদ কোন জেলা অবস্থিত?
উত্তরঃ বান্দরবান
৪৩.প্রশ্ন: লাহোরে অনুষ্ঠিত OIC শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু কবে যোগদান করেন?
উত্তরঃ ২২-২৪ ফেব্রুয়ারি ১৯৭৪
৪৪.প্রশ্ন: বঙ্গবন্ধুকে কখন 'জুলিও কুরি' শান্তি পুরষ্কার প্রদান করা হয়?
উত্তরঃ ২৩ মে ১৯৭৩
৪৫.প্রশ্ন: ঐতিহাসিক 'ছয় দফা দাবিতে' যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না-
উত্তরঃ বিচার ব্যবস্থা
৪৬.প্রশ্ন: 'মাৎস্যন্যায়' বাংলার কোন সময়কাল নির্দেশ করে?
উত্তরঃ ৭ম-৮ম শতক
৪৭.প্রশ্ন: বাংলার কোন সুলতানের শাসনামল আমলকে স্বর্ণযুগ বলা হয়?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ
৪৮.প্রশ্ন: ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে?
উত্তরঃ নবাব স্যার সলিমুল্লাহ।
৪৯.প্রশ্ন: ভাষা আন্দোলনের সময় পাকিস্থানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ খাজা নাজিম উদ্দিন
৫০.প্রশ্ন: আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি জেলায়।
৫১.প্রশ্ন: বাংলা সেন বংশের (১০৭০-১২৩০ খ্রিস্টাব্দ) শেষ শাসনকর্তা কে ছিলেন?
উত্তরঃ কেশব সেন
৫২.প্রশ্ন: বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
উত্তরঃ পুণ্ড্র
৫৩.প্রশ্ন: কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়-
উত্তরঃ সন্তোষে
৫৪.প্রশ্ন: মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮, থিয়েটার রোডে 'বাংলাদেশ বাহিনী' কখন গঠন করা হয়?
উত্তরঃ ১২ এপ্রিল, ১৯৭১
৫৫.প্রশ্ন: কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়?
উত্তরঃ অনুচ্ছেদ ৭(খ)
৫৬.প্রশ্ন: বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি ছিল?
উত্তরঃ তত্ত্বাবধায়ক সরকার
৫৭.প্রশ্ন: সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
উত্তরঃ ৪র্থ তফসিল
৫৮.প্রশ্ন: কোন উপজাতির আবাসস্থল 'বিরিশি' নেত্রকোনায়?
উত্তরঃ গারো
৫৯.প্রশ্ন: বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়?
উত্তরঃ IMF –এর বেইল আউট প্যাকেজ
৬০.প্রশ্ন: অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
উত্তরঃ শশাঙ্ক
৬১.প্রশ্ন: বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
উত্তরঃ সম্রাট পঞ্চম জর্জ
৬২.প্রশ্ন: ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
উত্তরঃ মুঘল আমলে
৬৩.প্রশ্ন: স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জাবেদ করিম
৬৪.প্রশ্ন: পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
৬৫.প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৬৬.প্রশ্ন: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
উত্তরঃ জার্মানি
৬৭.প্রশ্ন: সামরিক ভাষায় 'WMD' অর্থ কি?
উত্তরঃ Weapons of Mass Destruction
৬৮.প্রশ্ন: ২০২০ সালে প্রকাশিত 'আইনের শাসন' সূচকে শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
উত্তরঃ ডেনমার্ক
৬৯.প্রশ্ন: জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
উত্তরঃ UNCTAD
৭০.প্রশ্ন: আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
উত্তরঃ গাম্বিয়া
৭১.প্রশ্ন: কোন বিদেশী রাষ্ট্র বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
উত্তরঃ সিয়েরা লিওন
৭২.প্রশ্ন: জাতিসংঘ নামকরণ করেন-
উত্তরঃ রুজভেল্ট
৭৩.প্রশ্ন: কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
উত্তরঃ তুরস্ক
৭৪.প্রশ্ন: নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৯
৭৫.প্রশ্ন: জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
উত্তরঃ এঞ্জেলা মারকেল
৭৬.প্রশ্ন: আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন মিয়ানমারকে কয়টি নির্দেশ গ্রহণের কথা বলা হয়েছে?
উত্তরঃ ৪টি
৭৭.প্রশ্ন: কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়?
উত্তরঃ ইথিওপিয়া এবং ইরিত্রিয়া
৭৮.প্রশ্ন: ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
উত্তরঃ দক্ষিণ আমেরিকা
৭৯.প্রশ্ন: নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা রয়েছে?
উত্তরঃ ভিয়েতনাম
৮০.প্রশ্ন: ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
উত্তরঃ সুইডেন
৮১.প্রশ্ন: এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ বাব এল মানদেব
৮২.প্রশ্ন: ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
উত্তরঃ ১৯১২ সালে
৮৩.প্রশ্ন: আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ সালে
৮৪.প্রশ্ন: জাতিসংঘের কোন সংস্থা টি করোনাভাইরাস প্যানডেমিক ঘোষণা করে?
উত্তরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৮৫.প্রশ্ন: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য নূন্যতম কত জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
উত্তরঃ ১৯৯১
৮৬.প্রশ্ন: মার্বেল কোন ধরনের শিলা?
উত্তরঃ রুপান্তরিত
৮৭.প্রশ্ন: মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
উত্তরঃ স্ট্রেটাস
৮৮.প্রশ্ন: ২০১৫ সালের প্যারিস চুক্তি সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলোঃ
উত্তরঃ জলবায়ু পরিবর্তন হ্রাস
৮৯.প্রশ্ন: ‘বঙ্গবন্ধু দ্বীপ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দরবনের দক্ষিণে
৯০.প্রশ্ন: ‘বেঙ্গল ফ্যান’- ভূমিরূপটি কোথায় অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগরে
৯১.প্রশ্ন: UDMC এর পূর্ণরূপ হলোঃ
উত্তরঃ Union Disaster Management Committee
৯২.প্রশ্ন: একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম কি?
উত্তরঃ আইসোহাইট
৯৩.প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
উত্তরঃ পুন্ড্রবর্ধন
৯৪.প্রশ্ন: নিচের কোনটি সত্য নয়?
উত্তরঃ গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৯৫.প্রশ্ন: দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
উত্তরঃ জানুয়ারি
৯৬.প্রশ্ন: গ্রাফিন কার বহুরূপী?
উত্তরঃ কার্বন
৯৭.প্রশ্ন: আইনস্টাইন নোবেল পুরস্কার পান-
উত্তরঃ আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখা প্রদানের জন্য
৯৮.প্রশ্ন: কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
উত্তরঃ সাগরের পানিতে
৯৯.প্রশ্ন: হার্ড থেকে রক্ত বাহিরে নিয়ে যায় যে রক্তনালী?
উত্তরঃ আর্টারি
১০০.প্রশ্ন: প্রোটিন তৈরি হয়-
উত্তরঃ অ্যামিনো এসিড থেকে
১০১.প্রশ্ন: কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট
১০২.প্রশ্ন: মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
উত্তরঃ উপরের কোনোটিই নয় । সঠিক উত্তর ১২০ দিন
১০৩.প্রশ্ন: নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
উত্তরঃ COD> BOD
১০৪.প্রশ্ন: পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল?
উত্তরঃ ১৯৯৭
১০৫.প্রশ্ন: ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
উত্তরঃ স্ট্রাটোমণ্ডল
১০৬.প্রশ্ন: কাঁদুনে গ্যাসের অপর নাম কি?
উত্তরঃ ক্লোরোপিক্রিন
১০৭.প্রশ্ন: আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়?
উত্তরঃ দূরত্ব
১০৮.প্রশ্ন: সূর্যের নিকটতম নক্ষত্রের নাম?
উত্তরঃ প্রক্সিমা সেন্টাউরি
১০৯.প্রশ্ন: ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
উত্তরঃ ৩৬০০০০ জুল
১১০.প্রশ্ন: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি-
উত্তরঃ টাংস্টেন
১১১.প্রশ্ন: Apache এক ধরনের-
উত্তরঃ Web server
১১২.প্রশ্ন: ক্লাউড কম্পিউটার এর সার্ভিস মডেল কোনটি?
উত্তরঃ সবগুলো
১১৩.প্রশ্ন: কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয়?
উত্তরঃ স্টার টপোলজি
১১৪.প্রশ্ন: একটি কম্পিউটার boot করতে পারেনা যদি তাতে না থাকে?
উত্তরঃ Loader
১১৫.প্রশ্ন: মাইক্রোসফট IIS হছে একটি-
উত্তরঃ ওয়েব সার্ভার
১১৬.প্রশ্ন: ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
উত্তরঃ ১০-১০০ মিটার
১১৭.প্রশ্ন: একটি সিস্টেম যেখানে আইটেমগুলো একপ্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম-
উত্তরঃ Queue
১১৮প্রশ্ন: নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
উত্তরঃ Oracle
১১৯.প্রশ্ন: যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি করে লেখা হয় তাকে বলে?
উত্তরঃ Machine Language
১২০.প্রশ্ন: API মানে-
উত্তরঃ Application Programming interface
১২১.প্রশ্ন: যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম-
উত্তরঃ NAND গেইট
১২২.প্রশ্ন: নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
উত্তরঃ Bluetooth
১২৩.প্রশ্ন: নিচের কোনটি ১০০ এর ১ কম্প্লিমেন্ট?
উত্তরঃ ০১১
১২৪.প্রশ্ন: RFID বলতে বুঝায়?
উত্তরঃ Radio Frequency Identification
১২৫.প্রশ্ন: নিচের কোনটি সঠিক নয়?
উত্তরঃ খ (A+B)=A+B
১২৬.প্রশ্ন: ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে, সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা ___.
উত্তরঃ ১/২২
১২৭.প্রশ্ন: 0.12+0.0012+0.0 00012+…..ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল
উত্তরঃ ৪/৩৩
১২৮.প্রশ্ন: √-8*√-2=কত
উত্তরঃ -4i
১২৯প্রশ্ন: |x-2| 3 হলে, m এবং n এর কোন মানের জন্য?
উত্তরঃ m=2, m=20
১৩০.প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে
উত্তরঃ ৫%
১৩১প্রশ্ন: চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে
উত্তরঃ ১১^১/৯
১৩২.প্রশ্ন: 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল?
উত্তরঃ ২৭√৩
১৩৩.প্রশ্ন: ত্রিভুজ ABC এর A=40 ডিগ্রি এবং B=80 ডিগ্রি । C এর সমদ্বিখন্ডক AB বাহু কে D বিন্দুতে ছেদ করলে CDA=?
উত্তরঃ ১১০º
১৩৪.প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
উত্তরঃ ৩০
১৩৫.প্রশ্ন: X+2 ⅓+2 ⅔ =0 হলে, X^3+6 এর মান কত?
উত্তরঃ 6x
১৩৬.প্রশ্ন: 5^2+8.5^x+16.5^x=1 হলে, x এর মান কত?
উত্তরঃ -2
১৩৭.প্রশ্ন: 5/12 , 6/13, 11/24 এবং ⅜ এরমধ্য বড় ভগ্নাংশটি
উত্তরঃ ৬/১৩
১৩৮.প্রশ্ন: a+b = 7 এবং ab = 12 হলে 1 / a^2 + 1/b^2 এর মান কত?
উত্তরঃ 25/144
১৩৯.প্রশ্ন: ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস
উত্তরঃ চিলেকোটার সিপাই
১৪০.প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
উত্তরঃ ৯৬৮
১৪১.প্রশ্ন: log2 log√e^e^2=?
উত্তরঃ 2
১৪২.প্রশ্ন: নিচের কোন অক্ষর গুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়
উত্তরঃ অহোরাত্র
১৪৩.প্রশ্ন: “RELATION” এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
উত্তরঃ ক
১৪৪.প্রশ্ন: ৫ জন ব্যক্তির ট্রেনে ভ্রমণ করেছেন তারা হলেন ক খ গ ঘ ঙ। ক হলেন খ-এর মা, গ আবার ঙ এর স্ত্রী খ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী, ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কি?
উত্তরঃ শ্বশুর
১৪৫.প্রশ্ন: যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, তবে মাসের 18 তম দিন কি বার হবে?
উত্তরঃ বুধবার
১৪৬.প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
উত্তরঃ ৬৮
১৪৭.প্রশ্ন: 50 মিনিট আগে সময় ছিল 4 টা বেজে 45 মিনিট, 6 টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে
উত্তরঃ ২৫ মিনিট
১৪৮.প্রশ্ন: স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক?
উত্তরঃ একই দিক
১৪৯.প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা
উত্তরঃ ১৮/৩৬
১৫০.প্রশ্ন: 1*3.33*7.1=?
উত্তরঃ ২.৩৬
১৫১.প্রশ্ন: একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার 5%বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
উত্তরঃ ০.২৫% কমেছে
১৫২.প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?
উত্তরঃ Encyclopedia
১৫৩.প্রশ্ন: ঘড়ি: কাঁটা: থার্মোমিটার:?
উত্তরঃ পারদ
১৫৪.প্রশ্ন: ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
উত্তরঃ ৩৩
১৫৫.প্রশ্ন: ‘তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন-----সাহেবের কথা।
উত্তরঃ ভুট্টো
১৫৬.প্রশ্ন: রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে ডান দিকে ঘুরে পাঁচ মাইল হাঁটে। তারপর ডান দিকে ঘুরে দুই মাইল হাঁটে তিনি কোনদিকে হাঁটতেছেন?
উত্তরঃ দক্ষিণ
১৫৭.প্রশ্ন: ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।’ এই উক্তিটি কে করেছেন?
উত্তরঃ মিশেল ক্যামডেসাস
১৫৮.প্রশ্ন: Political Ideals গ্রন্থের লেখক কে?
উত্তরঃ Bertrand Russell
১৫৯.প্রশ্ন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
উত্তরঃ অনুচ্ছেদ ১৮
১৬০.প্রশ্ন: মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
উত্তরঃ উপরের সবগুলো
১৬১.প্রশ্ন: প্লেটোর সদগুণ বলতে কি বুঝিয়েছেন-
উত্তরঃ প্রজ্ঞা, সাহস, আত্ননিয়ন্ত্রন ও ন্যায়
১৬২.প্রশ্ন: মূল্যবোধ দৃঢ় হয়-
উত্তরঃ শিক্ষার মাধ্যমে
১৬৩.প্রশ্ন: কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
উত্তরঃ ইতিবাচক মূল্যবোধ
১৬৪.প্রশ্ন: কে ‘কর্তব্যর নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
উত্তরঃ ইমানুয়েল কান্ট
১৬৫.প্রশ্ন: সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো-
উত্তরঃ সমাজ
১৬৬.প্রশ্ন: 'সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।' এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
উত্তরঃ বিশ্বব্যাংক
১৬৭.প্রশ্ন: বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস
উত্তরঃ চোখের বালি
১৬৮.প্রশ্ন: জেল জীবন কেন্দ্রিক উপন্যাস
উত্তরঃ গঙ্গা
১৬৯.প্রশ্ন: ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের ব্যাকের উদাহরণ
উত্তরঃ ভাববাচ্য
১৭০.প্রশ্ন: বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত
উত্তরঃ সমরেশ মজুমদার
১৭১.প্রশ্ন: পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা
উত্তরঃ সৈয়দ শামসুল হক
১৭২.প্রশ্ন: এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের
উত্তরঃ নির্দেশাত্মক
১৭৩.প্রশ্ন: ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা
উত্তরঃ স্মৃতিস্তম্ভ
১৭৪.প্রশ্ন: ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নমই
উত্তরঃ বাক্যতত্ত্ব
১৭৫.প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ
উত্তরঃ মনঃকষ্ট
১৭৬.প্রশ্ন: প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয়
উত্তরঃ তদ্ধিত
১৭৭.প্রশ্ন: ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ
উত্তরঃ ফলা
১৭৮.প্রশ্ন: পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল
উত্তরঃ দাশরথি
১৭৯.প্রশ্ন: চারণকবি হিসেবে বিখ্যাত কে?
উত্তরঃ মুকুন্দদাস
১৮০.প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র
উত্তরঃ চারুলতা
১৮১.প্রশ্ন: উপমান কর্মধারয় সমাসের উদাহরণ
উত্তরঃ শশব্যস্ত
১৮২.প্রশ্ন: অপিনিহিতির উদাহরণ কোনটি?
উত্তরঃ আজি> আইজ
১৮৩.প্রশ্ন: কুসীদজীবী বলতে কি বোঝায়?
উত্তরঃ সুদখোর
১৮৪.প্রশ্ন: অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
উত্তরঃ আলুনি
১৮৫.প্রশ্ন: বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে?
উত্তরঃ রামচন্দ্র বিদ্যাবাগীশ
১৮৬.প্রশ্ন: সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান?
উত্তরঃ সৈয়দ শামসুল হক
১৮৭.প্রশ্ন: সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ হুমায়ুন আজাদ
১৮৮.প্রশ্ন: ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ?
উত্তরঃ বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে
১৮৯.প্রশ্ন: মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক
উত্তরঃ কী চাহ হে শঙ্কচিল
১৯০.প্রশ্ন: তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ?
উত্তরঃ নাঢ়াই – শওকত আলী
১৯১প্রশ্ন: কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ?
উত্তরঃ বিশেষ বাঁশি
১৯২.প্রশ্ন: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী?
উত্তরঃ ১৯৭১
১৯৩.প্রশ্ন: সোমেত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তরঃ সমর্থ
১৯৪.প্রশ্ন: নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ?
উত্তরঃ অক্ষর
১৯৫.প্রশ্ন: ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন
উত্তরঃ ক্লিনটন বি সিলি
১৯৬.প্রশ্ন: বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে
উত্তরঃ বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’
১৯৭.প্রশ্ন: গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়?
উত্তরঃ কুষ্ঠিয়া জেলার কুমারখালী
১৯৮.প্রশ্ন: জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে
উত্তরঃ শ্রীচৈতন্যদেব
১৯৯.প্রশ্ন: চর্যাপদের টীকাকারের নাম কী ?
উত্তরঃ মুনিদত্ত
২০০.প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ স্বত্ব
Post a Comment