নববর্ষ বা পহেলা বৈশাখ সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...
প্রশ্ন: নববর্ষ কি?
উত্তর: বছরের প্রথম দিনটি ‘নববর্ষ’ নামে পরিচিত।
প্রশ্ন: পহেলা বৈশাখ কি?
উত্তর: পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।
প্রশ্ন: কখন থেকে বাংলা নববর্ষ পালনের সূচনা হয়?
উত্তর: সম্রাট আকবরের শাসনামল থেকে।
প্রশ্ন: পহেলা বৈশাখ কি ধরনের উৎসব?
উত্তর: বাঙালিদের একটি সামাজিক উৎসব।
প্রশ্ন: কোন গানের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয়?
উত্তর: ছায়ানটের উদ্যোগে জনাকীর্ণ রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান ‘এসো হে বৈশাখ এসো, এসো' এর মাধ্যমে।
প্রশ্ন: “বৈসাবি” কি?
উত্তর: উপজাতি সম্প্রদায়ের বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে ধর্মীয়-সামজিক উৎসব।
প্রশ্ন: কত সালে বাংলা সন গণনা শুরু হয়?
উত্তর:১৫৮৪ সালে সম্রাট আকবরের শাসনামলে।
প্রশ্ন: কে বাংলা সন প্রবর্তন করেন?
উত্তর: জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ শিরাজী।
প্রশ্ন: প্রথম কখন বাংলা সন গণনা শুরু হয়?
উত্তর: ১৫৫৬ সালে। পূর্ণতা পায় ১৫৮৪ সালে।
প্রশ্ন: বাংলা সন সম্রাট আকবরের শাসনামলে কি নামে পরিচিত ছিল?
উত্তর: ‘তারিখ-এ-এলাহি’
প্রশ্ন: বাংলা সন সম্রাট আকবরের শাসনামলে কৃষকদের নিকট কি নামে পরিচিত ছিল?
উত্তর: ফসলি সন।
প্রশ্ন: আগে বাঙালিরা কোন মাসকে বছরে প্রথম মাস হিসেবে ব্যবহার করতো?
উত্তর: চৈত্র মাসকে।
প্রশ্ন: কেন বৈশাখ মাসকে প্রথম মাস ধরে গণনা করা হয়?
উত্তর: ৯৬৩ হিজরির প্রথম মাস মহররমকে ‘তারিখ-এ-এলাহি’র প্রথম মাস ধরে গণনা করা শুরু হয় তখন তা বৈশাখ মাসের সঙ্গে মিলে যাওয়ায় বৈশাখকেই ধরা হয় “তারিখ-এ-এলাহি”র প্রথম মাস।
প্রশ্ন: বাংলা সনের প্রথম বছর কত হিজরি ছিল?
উত্তর: ৯৬৩ হিজরি।
প্রশ্ন: পাকিস্তান আমলে কত সাল থেকে ছায়ানট বৈশাখী অনুষ্ঠান শুরু করে?
উত্তর: ১৯৬৭ সলে।
প্রশ্ন: সন শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর: ফারসি।
প্রশ্ন: বাংলা সন চালু করেন কে?
উত্তর: সম্রাট আকবর।
প্রশ্ন: পহেলা বৈশাখে ব্যবসায়ীরা কোন ধরনের অনুষ্ঠান করতেন?
উত্তর: হালখাতা।
প্রশ্ন: “এসো, হে বৈশাখ, এসো, এসো” রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে রচনা করেন?
উত্তর: ১৯২৭ সালে
প্রশ্ন: ছায়ানট কি?
উত্তর: ছায়ানট বাংলাদেশের অন্যতম সংস্কৃতিক সংগঠন। ১৯৬১ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালন করা ছাড়াও এই সংগঠন বাদ্যযন্ত্র, সঙ্গীত, নৃত্য প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করে থাকে।
Post a Comment