নববর্ষ বা পহেলা বৈশাখ সম্পর্কে সাধারণ জ্ঞান

নববর্ষ বা পহেলা বৈশাখ সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

নববর্ষ বা পহেলা বৈশাখ সম্পর্কে সাধারণ জ্ঞান, কুইজ প্রতিযোগিতা, general knowledge about pohela boishakh, quizz, competition
  1. প্রশ্ন: নববর্ষ কি?
  2. উত্তর: বছরের প্রথম দিনটি ‘নববর্ষ’ নামে পরিচিত।
  3. প্রশ্ন: পহেলা বৈশাখ কি?
  4. উত্তর: পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন।
  5. প্রশ্ন: কখন থেকে বাংলা নববর্ষ পালনের সূচনা হয়?
  6. উত্তর: সম্রাট আকবরের শাসনামল থেকে।
  7. প্রশ্ন: পহেলা বৈশাখ কি ধরনের উৎসব?
  8. উত্তর: বাঙালিদের একটি সামাজিক উৎসব।
  9. প্রশ্ন: কোন গানের মাধ্যমে নতুন বর্ষকে বরণ করা হয়?
  10. উত্তর: ছায়ানটের উদ্যোগে জনাকীর্ণ রমনার বটমূলে রবীন্দ্রনাথের আগমনী গান ‘এসো হে বৈশাখ এসো, এসো' এর মাধ্যমে।
  11. প্রশ্ন: “বৈসাবি” কি?
  12. উত্তর: উপজাতি সম্প্রদায়ের বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে ধর্মীয়-সামজিক উৎসব।
  13. প্রশ্ন: কত সালে বাংলা সন গণনা শুরু হয়?
  14. উত্তর:১৫৮৪ সালে সম্রাট আকবরের শাসনামলে।
  15. প্রশ্ন: কে বাংলা সন প্রবর্তন করেন?
  16. উত্তর: জ্যোতির্বিদ আমির ফতুল্লাহ শিরাজী।
  17. প্রশ্ন: প্রথম কখন বাংলা সন গণনা শুরু হয়?
  18. উত্তর: ১৫৫৬ সালে। পূর্ণতা পায় ১৫৮৪ সালে।
  19. প্রশ্ন: বাংলা সন সম্রাট আকবরের শাসনামলে কি নামে পরিচিত ছিল?
  20. উত্তর: ‘তারিখ-এ-এলাহি’
  21. প্রশ্ন: বাংলা সন সম্রাট আকবরের শাসনামলে কৃষকদের নিকট কি নামে পরিচিত ছিল?
  22. উত্তর: ফসলি সন।
  23. প্রশ্ন: আগে বাঙালিরা কোন মাসকে বছরে প্রথম মাস হিসেবে ব্যবহার করতো?
  24. উত্তর: চৈত্র মাসকে।
  25. প্রশ্ন: কেন বৈশাখ মাসকে প্রথম মাস ধরে গণনা করা হয়?
  26. উত্তর: ৯৬৩ হিজরির প্রথম মাস মহররমকে ‘তারিখ-এ-এলাহি’র প্রথম মাস ধরে গণনা করা শুরু হয় তখন তা বৈশাখ মাসের সঙ্গে মিলে যাওয়ায় বৈশাখকেই ধরা হয় “তারিখ-এ-এলাহি”র প্রথম মাস।
  27. প্রশ্ন: বাংলা সনের প্রথম বছর কত হিজরি ছিল?
  28. উত্তর: ৯৬৩ হিজরি।
  29. প্রশ্ন: পাকিস্তান আমলে কত সাল থেকে ছায়ানট বৈশাখী অনুষ্ঠান শুরু করে?
  30. উত্তর: ১৯৬৭ সলে।
  31. প্রশ্ন: সন শব্দটি কোন ভাষার শব্দ?
  32. উত্তর: ফারসি।
  33. প্রশ্ন: বাংলা সন চালু করেন কে?
  34. উত্তর: সম্রাট আকবর।
  35. প্রশ্ন: পহেলা বৈশাখে ব্যবসায়ীরা কোন ধরনের অনুষ্ঠান করতেন?
  36. উত্তর: হালখাতা।
  37. প্রশ্ন: “এসো, হে বৈশাখ, এসো, এসো” রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে রচনা করেন?
  38. উত্তর: ১৯২৭ সালে
  39. প্রশ্ন: ছায়ানট কি?
  40. উত্তর: ছায়ানট বাংলাদেশের অন্যতম সংস্কৃতিক সংগঠন। ১৯৬১ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসব পালন করা ছাড়াও এই সংগঠন বাদ্যযন্ত্র, সঙ্গীত, নৃত্য প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও সঙ্গীত বিদ্যালয় পরিচালনা করে থাকে।
  41. প্রশ্ন: রমনা পার্ক কোথায় অবস্থিত?
  42. উত্তর: ঢাকায়।


Post a Comment

Previous Post Next Post