বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের শুভেচ্ছা বাণী ও ছন্দ
MD. Aiub0
বাংলা নববর্ষ সম্পর্কিত উক্তি, পহেলা বৈশাখের শুভেচ্ছা, স্ট্যাটাস ও ছন্দের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...
⛥
পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ,
নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা।
শুভ পহেলা বৈশাখ-
⛥
নতুন সূর্য, নতুন প্রাণ,
নতুন সুর, নতুন গান।
নতুন ঊষা, নতুন আলো,
নতুন বছর কাটুক ভাল।
কাটুক বিষাদ, আসুক হর্ষ,
শুভ হোক নববর্ষ।
সবাইকে নববর্ষের শুভেচ্ছা…
⛥
তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে। আমি দিইনি, তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি। তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে। তারা তিনজন হলো – সুখ, শান্তি, সমৃদ্ধি!!
অগ্রিম শুভ নববর্ষ!
⛥
নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত,
আমি আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত |
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত,
ক্ষমা কর আজিকের মত।
পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ,
যত হর্দম হৈ হৈ,
বৈ এলো ঐ,
কলার পাতায় ইলিশ পান্তা,
ঈশান কোনে মেঘের বার্তা |
শুভ নববর্ষ
⛥
পানতা ইলিশ আর ভরতা বাঙ্গালীর প্রাণ…
নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান...
এসো হে বৈশাখ এসো এসো…
শুভ নববর্ষ
⛥
পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম,
বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ ।
পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট!
নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো
সুখ আর আনন্দময় !
এই কামনায় তোমাদের জানাই... শুভ_নববর্ষ_
⛥
বাউল গানের সন্ধ্যা তালে,
নতুন বছর এসেছে ঘুরে।
উদাসী হাওয়ার সুরে সুরে,
রাঙ্গা মাটির পথটি জুড়ে ।
শুভ নববর্ষ…..
⛥
আম পাতা জোড়া জোড়া,
নতুন সব দিচ্ছে সাড়া ,
ভাল থেকো , সুখে থেকো ,
আর আমার কথাটি মনে রেখো।
”শুভ নববর্ষ”
⛥
নিশি যখন ভোর হবে,
সুখ তারা নিভে যাবে।,
আসবে একটা নতুন দিন।
দুঃখ হতাশা যাও ভুলে,
হাসি আনন্দ নিও তুলে,
বছরটা হোক অমলিন।
*শুভ নববর্ষ*
⛥
বিদায় নিল আজ পুরনো বছরের সূর্য।
আসবে নতুন সকাল, নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন আসা।
আর নতুন হোক আজকের ভালবাসা। “শুভ নববর্ষ”
⛥
তোমার জন্য সকাল-দুপুর, তোমার জন্য সন্ধা,
তোমার জন্য সকল গোলাপ এবং রজনীগন্ধা।
তোমার জন্য সব সুর তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ।
শুভ নববর্ষ।
⛥
কাটবে রাত, আসবে প্রভাত।
যাক পুরাতন, যাক মুছে যাক সব দুঃখ। নতুন বছর, নতুন আশা,
সঙ্গে থাকুক ভালবাসা।
_শুভ নববর্ষ
⛥
নীলিমার নীলে,
হেমন্তের সোনালি ধানের শীষে, সারাবেলা মাতাল হাওয়া যেমন করে ভাসে
তেমনি করে সবার জীবন কাটুক আনন্দ আর উচ্ছাসে ।
শুভ নববর্ষ
⛥
১, ২, ৩ নতুন বছরের শুভেচ্ছা নিন।
৪, ৫, ৬, কারও এস এম এস কপি করে নয়।
৭, ৮, ৯ হাজার হাজার বছর যেন নববর্ষের এরকম উল্লাস রয়।
শুভ নববর্ষ ১৪....
⛥
কথার শেষে নতুন বেশে,
আসছে কোন ভেলা আনন্দে ভেসে।
নতুন বছর আসছে প্রকৃতির মাঝে,
তাই তো মন সেজেছে রঙিন বেশে। “শুভ নববর্ষ”
⛥
বসন্তের আগমনে কোকিলের সুর ! গ্রিস্মের আগমনে রোদেলা দুপুর ! বর্ষার আগমনে সাদা কাঁশফুল !
তাই তোমায় Wish করতে মন হল বেকুল !
*শুভ নববর্ষ*
⛥
তোরাই আমার বন্ধু যে,
তোরাই আমার ডিয়ার,
তাইতো আমি ভালোবেসে বলছি New Year
bye বলে শেষ করছি পুরোনো বছরের আশা,
নতুন বছরের নতুন সাজে জানাচ্ছি ভালোবাসা।
⛥
উদীত রবির প্রথম আলো,
দূর করবে সকল কালো।
ওঠবে মন আনন্দ ধারা,
সবাই হবে বাধন হারা।
দিনটি হক তোমার তরে,
মন ভরে উঠুক খুশির ঝরে।
শুভ নববর্ষ !!
⛥
ঝরে গেল আজ বসন্তের পাতা,
নিয়ে যাক সঙ্গে সব মলিনতা ।
বৈশাখের সকালে,
লাগুক প্রাণে আনন্দের এই স্পর্শ,
মন থেকে আজ জানাই তোমায় শুভ নববর্ষ
নতুন পোশাক নতুন সাঁজ
নতুন বছর শুরু আজ।
মিষ্টি মন মিষ্টি হাঁসি,
শুভেচ্ছা জানাই রাশি রাশি
⛥
বাউল গানের স্যন্ধা তালে,
নতুন বছর এসেছে ঘুরে।
উদাসী হাওয়ার সুরে সুরে,
রংগা মাটির পথটি জুড়ে।
শুভ নববর্ষ
⛥
স্বপ্ন সাজাও রঙের মেলায়,
জীবন ভাষাও রঙিন ভেলায়।
ফিরে চলো মাটির টানে,
নতুন সুরে নতুন গানে।
নতুন আশা জাগাও প্রানে,
খুজে নাও বাঁচার মানে।
সবাই কে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
*শুভ নববর্ষ ১৪....*
⛥
নতুন আলো নতুন ভোর,
আসলো বছর কাটলো প্রহর।
অতিতের হলো মরণ,
নতুন কে করো বরন!!
পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, তোমাকে জানাই,
হ্যাপি নিউ ইয়ারের প্রীতি।
⛥
১৪২৮, হা হা হা।
১৪২৯, কিরে চলে যাচ্ছিস হাসছিস যে,
তোর তো কাদার কথা!
১৪২৮, আমিতো হরতাল ও অবরোধ থেকে বেচে গেছি তাই!
১৪২৯, তার মানে আমার বিপদ! হ্যাপি নিউ ইয়ার ১৪২৯ বাংলা।
⛥
হে নতুন সূর্য, ভুলিয়ে দাও,
আছে যত দূঃখ বেদনা,
তোমার সোনালি আলোয়।
হে নতুন সকাল,
উড়িয়ে নিয়ে যাও,
না পাওয়ার বেদনা,
তোমার স্নিগ্ধ হাওয়ায়।
হে নতুন বছর,
তুমি নিয়ে এসো সুখ-আশা-স্বপ্ন আর ভালবাসার,
অফুরন্ত ঝুরি লয়ে।
নতুন বছরের শুভেচ্ছা।
⛥
ব্যাটারি লো,
নেটওয়ার্ক বিজি,
কল ওয়েটিং,
মিস'ড কল,
নো আন্সার,
মেমরি ফুল,
ব্যালেন্স জিরো,
এই সব কিছুর আগে তোমাকে জানাই শুভ নববর্ষ।
⛥
চোখের পানি ফেলোনা,
বন্ধু তুমি কেদনা,
তোমাকে সবাই ভুলে গেলেও
আমি তোমায় ভুলবো না।
শুভ নববর্ষ।
Post a Comment