পবিত্র মাহে রমজান ও রোজা সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...
প্রশ্ন: মাহে রমজান অর্থ কি?
উত্তর: রমজানের মাস।
প্রশ্ন: রমজান অর্থ কি?
উত্তর: দহন বা পোড়ানো।
প্রশ্ন: রোজা ইসলামের কততম স্তম্ভ?
উত্তর: তৃতীয় স্তম্ভ।
প্রশ্ন: রমজান শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর: রমজান একটি আরবি শব্দ।
প্রশ্ন: রমজান শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
উত্তর: আরবি শব্দ ‘রমজ’ থেকে।
প্রশ্ন: রমজান হিজরি সনের কততম মাস?
উত্তর: নবম মাস।
প্রশ্ন: রোজা কোন ভাষার শব্দ?
উত্তর: ফারসি ভাষার শব্দ।
প্রশ্ন: রোজা শব্দের আরবি প্রতিশব্দ কি?
উত্তর: রোজা শব্দের আরবি প্রতিশব্দ হলো সাওম।
প্রশ্ন: রোজা বা সাওম শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উত্তর: সাওম শব্দের অর্থ বিরত থাকা, দূরে থাকা, সংযত থাকা, ইত্যাদি।
প্রশ্ন: সওম বা রোজা কাকে বলে?
উত্তর: আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে তাঁর দেওয়া বিধান অনুযায়ী সুবেহ সাদিকের পর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ও সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকাই হলো রোজা বা সাওম।
Post a Comment