পবিত্র মাহে রমজান সম্পর্কে সাধারণ জ্ঞান

পবিত্র মাহে রমজান ও রোজা সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

পবিত্র মাহে রমজান সম্পর্কে সাধারণ জ্ঞান, general knowledge about ramadan
  1. প্রশ্ন: মাহে রমজান অর্থ কি?
  2. উত্তর: রমজানের মাস।
  3. প্রশ্ন: রমজান অর্থ কি?
  4. উত্তর: দহন বা পোড়ানো।
  5. প্রশ্ন: রোজা ইসলামের কততম স্তম্ভ?
  6. উত্তর: তৃতীয় স্তম্ভ।
  7. প্রশ্ন: রমজান শব্দটি কোন ভাষার শব্দ?
  8. উত্তর: রমজান একটি আরবি শব্দ।
  9. প্রশ্ন: রমজান শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে?
  10. উত্তর: আরবি শব্দ ‘রমজ’ থেকে।
  11. প্রশ্ন: রমজান হিজরি সনের কততম মাস?
  12. উত্তর: নবম মাস।
  13. প্রশ্ন: রোজা কোন ভাষার শব্দ?
  14. উত্তর: ফারসি ভাষার শব্দ।
  15. প্রশ্ন: রোজা শব্দের আরবি প্রতিশব্দ কি?
  16. উত্তর: রোজা শব্দের আরবি প্রতিশব্দ হলো সাওম।
  17. প্রশ্ন: রোজা বা সাওম শব্দের বাংলা প্রতিশব্দ কি?
  18. উত্তর: সাওম শব্দের অর্থ বিরত থাকা, দূরে থাকা, সংযত থাকা, ইত্যাদি।
  19. প্রশ্ন: সওম বা রোজা কাকে বলে?
  20. উত্তর: আল্লাহ তায়ালার নৈকট্য লাভের উদ্দেশ্যে তাঁর দেওয়া বিধান অনুযায়ী সুবেহ সাদিকের পর্ব থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা ও সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকাই হলো রোজা বা সাওম।
  21. প্রশ্ন: রমজান মাসকে কয়টি স্তরে ভাগ করা হয়েছে।
  22. উত্তর: তিনটি। যথা: ১. রহমত, ২. মাগফিরাত, ৩. নাজাত।
  23. প্রশ্ন: রহমতের সময়সীমা কত?
  24. উত্তর: প্রথম থেকে দশম রমজান পর্যন্ত।
  25. প্রশ্ন: মাগফিরাতের সময়সীমা কত?
  26. উত্তর: ১১তম থেকে ২০তম রমজান পর্যন্ত।
  27. প্রশ্ন: নাজাতের সময়সীমা কত?
  28. উত্তর: ২১তম থেকে ২৯/৩০তম রমজান পর্যন্ত।
  29. প্রশ্ন: সাহরী শব্দের অর্থ কি?
  30. উত্তর: ঊষার পূর্বের খাবার।
  31. প্রশ্ন: ইফতার শব্দের অর্থ কি?
  32. উত্তর: রোজা ত্যাগ করা।
  33. প্রশ্ন: রমজান মাসে রোজা রাখার বিধান কি?
  34. উত্তর: ফরজ।
  35. প্রশ্ন: রোজা কত প্রকার?
  36. উত্তর: চার প্রকার। ১. ফরজ ২. ওয়াজিব ৩. সুন্নত ৪.নফল।
  37. প্রশ্ন: কোন কোন দিন রোজা রাখা হারাম?
  38. উত্তর:বছরের পাঁচ দিন রোজা পালন করা হারাম। ১. ঈদুল ফিতরের দিন, ২. ঈদুল আজহার দিন, ৩. আইয়্যামে তাশরিকের দিনসমূহ অর্থাৎ ১১, ১২, ১৩ জিলহজ।
  39. প্রশ্ন: কত হিজরিতে রোজা ফরজ করা হয়েছে।
  40. উত্তর: দ্বিতীয় হিজরির ১০ শাবান।
  41. প্রশ্ন: কাদের জন্য রোজা শিথিল করা হয়েছে?
  42. উত্তর: বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী, সদ্যপ্রসবা, ঋতুমতী নারীদের ক্ষেত্রে রমযানের রোজা শিথিল করা হয়েছে। নাবালক শিশুদের ওপর রোজা শিথিল।
  43. প্রশ্ন: ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজা ভঙ্গ করলে কাফফারা কিভাবে আদায় করতে হয়?
  44. উত্তর: অন্য মাসে বিরতিহীনভাবে ৬০টি রোজা রাখতে হবে অথবা ৬০ জন মিসকিনকে তৃপ্তিসহকারে খাওয়াতে হবে।
  45. প্রশ্ন: আত্মসংযমের মাস কোনটি?
  46. উত্তর: রমজান মাস।


Post a Comment

Previous Post Next Post