⛥
বিধান মেনে পালন করুন
পবিত্র মাহে রমজান।
পাপ থেকে মুক্তি পাবেন,
পরকালে সম্মান।
⛥
রহমত বরকত নাজাত পেতে,
চাইতে হবে দিনে রাতে।
ঈমান তোমার করতে তাজা,
রাখতে হবে ত্রিশ রোযা।
⛥
এসে গেল রোজা….
হালকা করবো মোদের গোনাহের বোঝা…
মোরা যদি করি অনেক পাপ চেয়ে নেব মাফ….
এসো বন্ধু নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচওয়াক্ত নামাজ পড়ি….
⛥
মাহে রমজানে গঠন করো তাক্বওয়াপূর্ণ জীবন,
যে যেমন পার পাক-সাফ করো আপন দেহ ও মন।
⛥
দাও খােদা বেড়ে দাও ঈমানের দৃষ্টি
রমজানের রােজাটা মুমিনের কৃষ্টি।
রহমতে পূর্ণ পাপরাশি চূর্ণ
রমজানের ফলটা আহা বেশ মিষ্টি।
⛥
পাপরাশি মুছে দিয়ে মুক্তির চেষ্টা
এই রােজা মিটে দিক আত্মিক তেষ্টা।
⛥
বছর ঘুরে আবার এলো,
পবিত্র সেই রোজা।
পাপ পূণ্যের হিসেব করে,
চলবো সঠিক সোজা।
⛥
১,২,৩… আসছে রোজার দিন।
৪,৫,৬… রোজা রাখতে কিসের ভয়।
৭,৮,৯… খারাপ কাজ আর নয়।
১০,১১,১২ পাঁচ ওয়াক্ত নামাজ পড়।
⛥
উড়ছে পাখি গাইছে গান..
মাহে রমজানের আহ্বান..
ওরে বন্ধু মুসলমান, পড়তে থাকো আল কোরআন..
কোরআন পড় বেশি বেশি, শেয়ার করো বেশি বেশি।
⛥
শুভ রজনী, শুভ দিন
রাখাে রােযা ৩০দিন,
১১মাসের পাপ ১মাসে করাে ছাপ,
দিন যায় দিন আসে
রােযা পাবেনা প্রতি মাসে...
তাই এই পবিত্র মাসে সব কটি রােযা রাখাে?
সবাইকে জানাই
পবিত্র রমজান মােবারক!!!
⛥
মাহে রমজান এলাে রে,
শয়তান বাধা পরে গেলাে রে।
জাহান্নামের দরজা হইলাে বন্ধ।
জান্নাতেরই দরজা গেলাে খুলে,
চায় যে পানা বান্ধা দু'হাত তুলে।
ক্ষমা করে দাও আল্লাহ্ আমাদের গুনাহ।
⛥
আযানেরই পুণ্যে আমি তুমি হতে চাই যে ধনবান,
সেই ধনের বিনিময়ে পাবো রোজাদারের পুরষ্কার, রাইয়্যান!
আল্লাহ্ তায়ালার দান, মোবারক হো..মোবারক হো..
মাহে রমজান!
⛥
এলো রে এলো, ওই মাহে রমজান
মানবজাতির তরে আল্লহতালার শ্রেষ্ঠ দান
পুণ্যের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান
জং গুলো সব ঝোরে গিয়ে, ঈমান করবে শাণ
রহমতেরই ডালি নিয়ে আসছে ওই, মাহে রমজান।
⛥
শপথ নিলাম আজকে সবাই,
রাখবো সকল রোজা।
মিথ্যে কথা বলবো না আর,
কমবে পাপের বোঝা।
⛥
১১ টি মাস শেষে এলো ফিরে
মুমিনের প্রিয় মাস, মাহে রমজান।
আবার দ্বীনের সাজে সাজবে সমাজ,
পুলকিত হল তাই মুমিনের প্রাণ।
এলো রমজান, এলো রমজান।
⛥
ফুলের সুবাস চাঁদের হাসি
নামাজ কে আমি ভালবাসি,
নদীর ঢেও পাখির গান
কুরআন আমার সংবিধান
সবুজ শেমল রুপে ঘেরা
ইসলাম ধর্ম সবার সেরা।
⛥
আহালান সাহালান মারহাবা ইয়া রমাদান,
বছর ঘুরে এলাে রহমত নাজাতের বার্তা
নিয়ে সকল গুনাহ মাফের প্রত্যাশা
মুমিনের এ মাস কে গিরে।
হাত উঠাই সবাই,
রহমত'ওয়ালা আল্লাহ্ তায়ালার দরবারে
রমাদান,রমাদান
রমাদান এলা সবার ধারে ধারে।
⛥
হাজার মাসের সেরা মাহে রমজান
এর মাসে আল্লাহর দয়া অফুরান
⛥
রমজান মাসে কেউ যদি তুলে দুটি হাত
রবের দয়ায় পায় সে গুনা'র নাযাত।
⛥
এই রমজানে আত্মার সাথে আত্মার হোক মিলন,
ধনী-দরিদ্র অসহায় সবার সমান দিবস-যাপন।
Post a Comment