শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে সাধারণ জ্ঞান

লাইলাতুল কদর সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

শবে কদর বা লাইলাতুল কদর সম্পর্কে সাধারণ জ্ঞান, general knowledge about laylatul qadr
  1. প্রশ্ন: ‘শব’ শব্দটি কোন ভাষার শব্দ?
  2. উত্তর: ফারসি ভাষার শব্দ।

  3. প্রশ্ন: ‘শব’ শব্দের অর্থ কি?
  4. উত্তর: ‘শব’ শব্দটির অর্থ হলো রাত্রি বা রজনী।

  5. প্রশ্ন: ‘লাইলাতুল’ শব্দটি কোন ভাষার শব্দ?
  6. উত্তর: আরবি ভাষার শব্দ।

  7. প্রশ্ন: ‘লাইলাতুল’ শব্দের অর্থ কি?
  8. উত্তর: ‘লাইলাতুল’ শব্দটির অর্থ হলো রাত্রি বা রজনী।

  9. প্রশ্ন: ‘কদর শব্দটি কোন ভাষার শব্দ?
  10. উত্তর: আরবি ভাষার শব্দ।

  11. প্রশ্ন: ‘কদর’ শব্দের অর্থ কি?
  12. উত্তর: ‘কদর’ শব্দটির অর্থ হলো মহিমা, সম্মান ও মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি।

  13. প্রশ্ন: ‘ শবে কদর বা লাইলাতুল কদর ’ শব্দের অর্থ কি?
  14. উত্তর: মর্যাদার রাত্রি, ভাগ্য রজনী।

  15. প্রশ্ন: বিশ্ব নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি মহাগ্রন্থ আল–কোরআন অবতীর্ণ হয় কখন?
  16. উত্তর: ৬১০ খ্রিষ্টাব্দে কদরের রজনীতে।

  17. প্রশ্ন: রাসূল (সা.) কখন ‘কদরের রজনী সন্ধান’ করতে বলেছেন?
  18. উত্তর: রাসুল (সা.) বলেছেন: ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রগুলোতে শবে কদর সন্ধান করো।’ (মুসলিম)। এ রাতগুলো হলো ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯। (আরবিতে দিনের আগে রাত গণনা করা হয়)

  19. প্রশ্ন: পবিত্র কোরআনে এই শুভ রজনীর আধ্যাত্মিক মাহাত্ম্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কোন সূরায়?
  20. উত্তর: মক্কায় অবতীর্ণ কোরআন মজিদের ৯৭তম সূরা, “সূরা কদর” এ

  21. প্রশ্ন: সূরা কদরের আয়াত সংখ্যা কত?
  22. উত্তর: সূরা কদরের আয়াত সংখ্যা হলো পাঁচটি।

  23. প্রশ্ন: মহিমান্বিত কদর রজনী আমল কত মাসের আমল অপেক্ষা উত্তম?
  24. উত্তর: মহিমান্বিত কদর রজনী আমল হাজার মাসের আমল অপেক্ষা উত্তম।

  25. প্রশ্ন: লাইলাতুল কদরে আল্লাহর কাছে কি দোয়া করতে হয়?
  26. উত্তর: ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’ ‘হে আল্লাহ! আপনি শ্রদ্ধাশীল, ক্ষমা ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করেন।’ (ইবনে মাজা, সহিহ্-আলবানি)।

  27. প্রশ্ন: সুরা কদরে لَيْلَةُ الْقَدْر শব্দটি মোট কতবার এসেছে?
  28. উত্তর: সুরা কদরে لَيْلَةُ الْقَدْر শব্দটি মোট এসেছে ০৩ বার।

  29. প্রশ্ন: শবে কদরে নামাজ কত রাকাত?
  30. উত্তর: শবে কদরের নির্দিষ্ট কোন নামাজ নেই। তবে এই রাত্রিতে বেশি করে নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে। যে যত খুশি ততো রাকআত নামাজ পড়তে পারবে।

  31. প্রশ্ন: শবে কদরের নামাজের নিয়ম ও দোয়া কীভাবে পড়তে হয়?
  32. উত্তর: অনেকে ভেবে থাকেন শবে কদরের নামাজের নিয়ম ও দোয়ার জন্য আলাদা নিয়ম রয়েছে। আসলে তা সঠিক নয়। অন্যান্য নফল নামাজের মতই শবে কদরের নামাজ। যেকোন সূরা দিয়ে কদরের নামাজ পড়া যায়।

  33. প্রশ্ন: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উম্মতের জন্য কতটি বিশেষ রজনী আল্লাহ তায়ালা দান করেছেন?
  34. উত্তর: পাঁচটি। যথা: ১. জুমার রাত, ২. ঈদুল আজহার রাত, ৩. ঈদুল ফিতরের রাত, ৪. শবে বরাতের রাত, ৫. লাইলাতুল কদরের রাত।


Post a Comment

Previous Post Next Post