⛥ দিন পেরিয়ে সন্ধ্যা যখন আসে,
গন্ধরাজের গন্ধ খানি মেখে,
তখন তুমি এসো আগের মতোই,
কাটবে প্রহর তোমায় শুনে দেখে..
শুভ সন্ধ্যা
⛥
আজকে এই উত্তাল আকাশে,
চেয়ে দেখো সূর্য ঠিক মেঘের ফাঁকে,
দিচ্ছে উঁকি বারে বারে,
বলছে এখন বিদায় তবে,
আগামীকাল আবার দেখা হবে।
শুভ সন্ধ্যা
⛥ পৃথিবীতে কেউই পারফেক্ট নয়,
কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়..
প্রত্যেকেরই একটা জায়গা থাকে,
যেখানে সেই সেরা…
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
⛥ জীবনের গতি খুব দ্রুত হয়,
যদি তুমি ব্যস্ততার মাঝে
সময় বের করে দাঁড়িয়ে না দেখো,
হয়তো তুমি অনেক কিছু
মিস করে ফেলবে….
শুভ সন্ধ্যা
⛥ জীবনে যদি তুমি এমন
কিছু পেতে চাও যেটা
তুমি আগে কখনো পাও নি,
তাহলে তোমাকে তার জন্যে
এমন কিছু করতেও হবে
যেটা তুমি আগে
কখনো করো নি…
শুভ সন্ধ্যা
⛥ সন্ধ্যার ঠান্ডা বাতাসে
বুক ভরে নিঃশ্বাস নাও…
আর তা ধরে রাখো
তোমার হৃদয়ের প্রকোষ্ঠে….
শুভ সন্ধ্যা
⛥ শুভ সন্ধ্যা
তোমাকে আরেকটি সন্ধ্যা
দেখতে দেওয়ার জন্য
ভগবানকে ধন্যবাদ দাও
⛥ আজকাল পৃথিবীতে
মহান হতে সবাই চায়..
কিন্তু তার আগে তারা
সত্যিকারের মানুষ
হতেই ভুলে যায়…
শুভ সন্ধ্যা
⛥ যখন গোধূলিলগ্ন পেরিয়ে
সন্ধ্যা নেমে আসে চারিদিকে,
সূর্যও কারো জন্য অপেক্ষা
না করে ডুবে যায়।
তেমনই জীবনেও কেও
কারো জন্য অপেক্ষা করেনা।
শুভ সন্ধ্যা
⛥ পিছনে ফিরে গিয়ে শুরুটা
পরিবর্তন করতে পারবেনা,
কিন্তু এখন আবার শুরু
করলে শেষটা অবশ্যই পরিবর্তন
করতে পারবে…
শুভ সন্ধ্যার শুভেচ্ছা
⛥ চাঁদ আর সূর্যের মধ্যে যেমন
কোনো তুলনা হয় না,
তেমনই তোমার জীবনের
সাথে অন্যের জীবনের
তুলনা করো না,
যার যখন সময় আসবে
তখন সে ঠিক জ্বলে উঠবে
সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা তোমাকে
কোরবানির ঈদ সম্পর্কে কিছু ছন্দ চাই।
ReplyDeleteশীঘ্রই দিবো, সঙ্গেই থাকুন।
ReplyDeletePost a Comment