শুভ সন্ধ্যার শুভেচ্ছা বার্তা, ছন্দ ও স্ট্যাটাস পর্ব-৩

শুভ সন্ধ্যার শুভেচ্ছা বাণী, উক্তি, ছন্দ ও স্ট্যাটাসের তৃতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম...

শুভ সন্ধ্যা রশুভেচ্ছা বার্তা ও স্ট্যাটাস,  উক্তি ছন্দ ও স্ট্যাটাস,সুপ্রভাত, good evening status, suvo sondha,
  1. ⛥ মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়,
    দুঃখকে বিক্রি করতে পারে না,
    আর সুখকে কিনতে পারে না…
    শুভ সন্ধ্যার শুভেচ্ছা

  2. ⛥ তোমার সন্ধ্যায় রামধনুর
    সাত রং ভোরে উঠুক,
    তোমার সব চিন্তা চলে
    যাক এই সূর্যাস্তের সাথে..
    শুভ সন্ধ্যার শুভেচ্ছা..

  3. ⛥ শুভ সন্ধ্যা
    আশা হারিও না কখনো…
    জয় তোমার হবেই…

  4. ⛥ ঢেকে গেছে এই সূর্যটা
    কতো অভিমান শুকিয়ে
    বয়ে গেছে ঝড়ো হাওয়া,
    আসোনি ফিরে তুমি এই মনে!!
    শুভ সন্ধ্যার শুভেচ্ছা

  5. ⛥ দুঃখ পেছনে টানে,
    চিন্তা গতিরোধ করে,
    আর বিশ্বাস সামনে এগিয়ে যেতে
    সাহায্য করে…
    তোমায় বেছে নিতে হবে
    তুমি কোনটা চাও…
    শুভ সন্ধ্যা

  6. ⛥ সব আকাশেই সূর্য ডোবে,
    সময়টা আগু-পিছু..
    সব গল্পেরই কিছু সমতল,
    কিছুটা উঁচু-নিচু..
    শুভ সন্ধ্যা

  7. ⛥ গোধূলির আলোয় ডুবছে দেখো,
    সূর্য রাঙিয়ে আকাশের গাল,
    আমি দেখছি পুড়ছে হতাশারা নিয়ে
    একগুচ্ছ দুঃখের মশাল….
    সন্ধ্যা উপভোগ করো।
    শুভ সন্ধ্যার শুভেচ্ছা

  8. ⛥ পড়ন্ত জীবনের কোন খনে
    আমায় যদি মনে পড়ে…..
    আমায় যদি দেখতে না পাও,
    আকাশ পানে একটু তাকাও
    দেখবে আমি সন্ধ্যা তারা
    জ্বলছি আমি সঙ্গী হারা
    শুভ সন্ধ্যা

  9. ⛥ তোমার প্রেমের মাধবীলতা
    ফুটেছে মনের বাগানে,
    রজনীগন্ধার সুভাষ ছড়ায়ে
    এ গোধূলি লগনে!
    শুভ সন্ধ্যার শুভেচ্ছা

  10. ⛥ দিন পেরিয়ে সন্ধ্যা যখন আসে,
    গন্ধরাজের গন্ধ খানি মেখে,
    তখন তুমি এসো আগের মতোই,
    কাটবে প্রহর তোমায় শুনে দেখে..
    শুভ সন্ধ্যা

  11. ⛥ আজকে এই উত্তাল আকাশে,
    চেয়ে দেখো সূর্য ঠিক মেঘের ফাঁকে,
    দিচ্ছে উঁকি বারে বারে,
    বলছে এখন বিদায় তবে,
    আগামীকাল আবার দেখা হবে।
    শুভ সন্ধ্যা

  12. ⛥ পৃথিবীতে কেউই পারফেক্ট নয়,
    কিন্তু কোনো মানুষই অযোগ্য নয়..
    প্রত্যেকেরই একটা জায়গা থাকে,
    যেখানে সেই সেরা…
    শুভ সন্ধ্যার শুভেচ্ছা

  13. ⛥ জীবনের গতি খুব দ্রুত হয়,
    যদি তুমি ব্যস্ততার মাঝে
    সময় বের করে দাঁড়িয়ে না দেখো,
    হয়তো তুমি অনেক কিছু
    মিস করে ফেলবে….
    শুভ সন্ধ্যা

  14. ⛥ জীবনে যদি তুমি এমন
    কিছু পেতে চাও যেটা
    তুমি আগে কখনো পাও নি,
    তাহলে তোমাকে তার জন্যে
    এমন কিছু করতেও হবে
    যেটা তুমি আগে
    কখনো করো নি…
    শুভ সন্ধ্যা

  15. ⛥ সন্ধ্যার ঠান্ডা বাতাসে
    বুক ভরে নিঃশ্বাস নাও…
    আর তা ধরে রাখো
    তোমার হৃদয়ের প্রকোষ্ঠে….
    শুভ সন্ধ্যা

  16. ⛥ শুভ সন্ধ্যা তোমাকে আরেকটি সন্ধ্যা
    দেখতে দেওয়ার জন্য
    ভগবানকে ধন্যবাদ দাও

  17. ⛥ আজকাল পৃথিবীতে
    মহান হতে সবাই চায়..
    কিন্তু তার আগে তারা
    সত্যিকারের মানুষ
    হতেই ভুলে যায়…
    শুভ সন্ধ্যা

  18. ⛥ যখন গোধূলিলগ্ন পেরিয়ে
    সন্ধ্যা নেমে আসে চারিদিকে,
    সূর্যও কারো জন্য অপেক্ষা
    না করে ডুবে যায়।
    তেমনই জীবনেও কেও
    কারো জন্য অপেক্ষা করেনা।
    শুভ সন্ধ্যা

  19. ⛥ পিছনে ফিরে গিয়ে শুরুটা
    পরিবর্তন করতে পারবেনা,
    কিন্তু এখন আবার শুরু
    করলে শেষটা অবশ্যই পরিবর্তন করতে পারবে…
    শুভ সন্ধ্যার শুভেচ্ছা

  20. ⛥ চাঁদ আর সূর্যের মধ্যে যেমন
    কোনো তুলনা হয় না,
    তেমনই তোমার জীবনের
    সাথে অন্যের জীবনের
    তুলনা করো না,
    যার যখন সময় আসবে
    তখন সে ঠিক জ্বলে উঠবে
    সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা তোমাকে



2 Comments

  1. কোরবানির ঈদ সম্পর্কে কিছু ছন্দ চাই।

    ReplyDelete
  2. শীঘ্রই দিবো, সঙ্গেই থাকুন।

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post