কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তি পর্ব-১

কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তির প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী উক্তি ও স্ট্যাটাস, famous, Quotes, expression, and Status of Kazi Nazrul Islam, ar, bikkhato, ukti, , status,
  1. ⛥ “ আমি বন্ধনহারা কুমারীর বেনী, তন্বী নয়নে বহ্নি,
    আমি ষোড়শীর হৃদি-সরসিজ প্রেম উদ্দাম, আমি ধন্যি।”

  2. ⛥ “মহা – বিদ্রোহী রণক্লান্ত
    আমি সেই দিন হব শান্ত।
    যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে-বাতাসে ধ্বনিবে না,
    অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ, ভূমে রণিবে না-
    বিদ্রোহী রণক্লান্ত
    আমি সেই দিন হব শান্ত।”

  3. ⛥ "আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কূর্ণিশ।”

  4. ⛥ ”আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদ-চিহ্ন।”

  5. ⛥ ”ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসি’ অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান?”

  6. ⛥ ”কারার ঐ লৌহকপাট, ভেঙ্গে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।”

  7. ⛥ ”বল বীর-বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির।”

  8. ⛥ ” হয়তো তোমার পাব দেখা
    যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা।“

  9. ⛥ ” মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
    কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভোগীই অনুভব করতে পারে।“

  10. ⛥ “মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।”

  11. ⛥ “যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,
    অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে বুঝবে সেদিন বুঝবে!”

  12. ⛥ ”কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন।”

  13. ⛥ ”আমার যাবার সময় হল দাও বিদায় , মোছ আঁখি দুয়ার খোল দাও বিদায়। ”

  14. ⛥ ”ভালোবাসাকে যে জীবনে অপমান করে সে জীবনে আর ভালোবাসা পায় না।”

  15. ⛥ ”ভালোবাসা দিয়ে ভালোবাসা না পেলে তার জীবন দুঃখের ও জড়তার।”

  16. ⛥ “তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,
    সে কি মোর অপরাধ?
    চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিণী বলে না তো কিছু চাঁদ। “

  17. ⛥ ”তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,
    সে জানে তোমারে ভোলা কি কঠিন।”

  18. ⛥ ”প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন।”

  19. ⛥ ”ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই।“

  20. ⛥ ”বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর
    অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।
    বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি
    অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।“



Post a Comment

Previous Post Next Post