কাজী নজরুল ইসলামের বাণী ও উক্তি পর্ব-৩

কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তির তৃতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম...

কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী উক্তি ও স্ট্যাটাস, famous, Quotes, expression, and Status of Kazi Nazrul Islam, ar, bikkhato, ukti, , status,
  1. ⛥ “সত্যকে অস্বীকার করিয়া ভন্ডামি দিয়া কখনো মঙ্গল উৎসবের কল্যাণ প্রদীপ জ্বলিবে না।”

  2. ⛥ ”রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে! হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে !“

  3. ⛥ “যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার ওপর ইমারত যতবার খাঁড়া করা যাবে, ততবার তা পড়ে যাবে ।”

  4. ⛥ “তিনিই আর্টিস্ট, যিনি আর্ট ফুটাইয়া তুলিতে পারেন । আর্টের অর্থ সত্য প্রকাশ এবং সত্য মানেই সুন্দর; সত্য চিরমঙ্গলময়।”

  5. ⛥ “শোন মর্ত্যের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে হবে তত ক্লীব।”

  6. ⛥ “অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যেকে অস্বীকার করে ফেলা হয় । তাতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে ও রকম মেয়েলি বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো।”

  7. ⛥ ” শাস্ত্র না ঘেটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে।“

  8. ⛥ “পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কী, যদি আমাদের গৌরব করার মতো কিছু না-ই থাকে।“

  9. ⛥ “ শিহরি উঠো না শাস্ত্রবিদেরের ক’রোনা ক’ বীর ভয় তাহারা খোদার খোদ ‘প্রাইভেট সেক্রেটারি’ তো নয়। “

  10. ⛥ “ব্যর্থ না হওয়ার সব চাইতে নিশ্চিন্ত পথ হলো সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প হওয়া।”

  11. ⛥ “অন্ধের মতো কিছু না বুঝিয়া, না শুনিয়া, ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না । নিজের বুদ্ধি, নিজের কার্যশক্তিকে জাগাইয়া তোলে ।”

  12. ⛥ “বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উর্দির নিচে বার্ধকের কঙ্গাল মূর্তি।”

  13. ⛥ “সত্য যদি লক্ষ্য হয়, সুন্দর ও মঙ্গলের সৃষ্টি সাধনা ব্রত হয়, তবে তাহার লেখা সম্মান লাভ করিবেই করিবে।”

  14. ⛥ “রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা।”

  15. ⛥ ‘আজি হ’তে শত বর্ষে আগে, কে কবি, স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে।“

  16. ⛥ যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুঁছবে বুঝবে সেদিন বুঝবে। ”

  17. ⛥ “ আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই – থাকবে না এই মরণ-পথের যাত্রী!

  18. ⛥ ”কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও ফোলে না ।”

  19. ⛥ .” এই নীরব নিশীথ রাতে শুধু জল আসে আঁখিপাতে!“

  20. ⛥ ” হে দারিদ্র্য, তুমি মোরে ক’রেছ মহান! তুমি মরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান।“



Post a Comment

Previous Post Next Post