কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তি পর্ব-২

কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তির দ্বিতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম...

কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী উক্তি ও স্ট্যাটাস, famous, Quotes, expression, and Status of Kazi Nazrul Islam, ar, bikkhato, ukti, , status,
  1. ⛥ “নর-ভাবে আমি বড় নারী ঘেঁষা! নারী ভাবে, নারী বিদ্বেষী!’

  2. ⛥ “কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়-লক্ষী নারী।”

  3. ⛥ “আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা
    আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা!
    চোখে চোখে আজ চাহিতে পার না; হাতে রুলি, পায়ে মল,
    মাথায় ঘোমটা, ছিঁড়ে ফেল নারী, ভেঙে ফেল ও শিকল!
    যে-ঘোমটা তোমায় করিয়াছে ভীরু ওড়াও সে আবরণ!
    দূর করে দাও দাসীর চিহ্ন ঐ যতো আবরণ।”

  4. ⛥ ”সর্বসহা কন্যা মোর! সর্বহারা মাতা!
    শূন্য নাহি রহে কভূ মাতা ও বিধাতা!“

  5. ⛥ “তোমার মমতা-মানিক আলোকে চিনিনু …
    মাতা তুমি লাঞ্ছিতা বিশ্ব-জননী।
    তোমার আঁচল পাতা নিখিল দুঃখী-নিপীড়িত তবে,
    বিষ শুধু তোমা দহে যথা তব মাগো পীড়িত নিখিল ধরণীর ভার বহে।“

  6. ⛥ “ভগবান! তুমি চাহিতে পার কি ঐ দুটি নারীর পানে? জানি না, তোমায় বাঁচাবে কে যদি ওরা অভিশাপ হানে!”

  7. ⛥ “খেলে চঞ্চলা বরষা-বালিকা
    মেঘের এলোকেশে ওড়ে পুবালি বায়
    দোলে গলায় বলাকার মালিকা। ”

  8. ⛥ “কান্না হাসির খেলার মোহে অনেক আমার কাটল বেলা
    কখন তুমি ডাক দেবে মা, কখন আমি ভাঙব খেলা ?”

  9. ⛥ “নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই,
    তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।”

  10. ⛥ ”পুঁথির বিধান যাক পুড়ে তোর বিধির বিধান সত্য হোক।”

  11. ⛥ “যুগের ধর্ম এই- পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই!”

  12. ⛥ “গাহি সাম্যের গান –
    মানুষের চেয়ে বড় কিছু নাই , নহে মহীয়ান।”

  13. ⛥ “অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে; সর্বনির্যাতন থেকে মুক্ত করতেই মানুষের জন্ম।”

  14. ⛥ “ হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র ।“

  15. ⛥ “ মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মোয়াজ্জিনের আজান শুনতে পাই। ”

  16. ⛥ “খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।। ”

  17. ⛥ “বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে- বিবি তালাকের ফতোয়া খুঁজেছি, ফিকাহ ও হাদিস চষে।“

  18. ⛥ “বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।”

  19. ⛥ “বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।”

  20. ⛥ “হেথা সবে সম পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি!”



Post a Comment

Previous Post Next Post