বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: জাতীয় পতাকা সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে সাধারণ জ্ঞান, প্রশ্ন, উত্তর, কি, কে,বিসিএস, ভাইবা, চাকরি, পরিক্ষা,  কখন, কিভাবে, কোথায়, কেমনে, জনক, কাকে, বলে, করেন, তৈরি, সাধারণ, জ্ঞান, জাতীয়, আন্তর্জাতিক, general knowledge about the National Flag of Bangladesh, bcs, job, exam, question, answer, what, who, when, how, where, father, make, create, discover, general, knowledge, national, international, Creationbangla-24
  1. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার নকশা করেন কে?
  2. উত্তর: শিল্প কামরুল হাসান।

  3. প্রশ্ন: মানচিত্র খচিত বাংলাদেশের পতাকার প্রথম ডিজাইনার কে?
  4. উত্তর: শিব নারায়ণ দাস।

  5. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলন করা হয়?
  6. উত্তর: ২ মার্চ, ১৯৭১ সালে।

  7. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?
  8. উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায়।

  9. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?
  10. উত্তর: তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব।

  11. প্রশ্ন: জাতীয় পতাকা দিবস পালন করা হয় কবে?
  12. উত্তর: ২ মার্চ।

  13. প্রশ্ন: জাতীয় সংগীতের সাথে প্রথম পতাকা উত্তোলন করা হয় কবে?
  14. উত্তর: ৩ মার্চ, ১৯৭১ সালে, পল্টন ময়দানে।

  15. প্রশ্ন: বিদেশী মিশনে সর্বপ্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় কখন?
  16. উত্তর: ১৯৭১ সালের ১৮ এপ্রিল, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতাস্থ বাংলাদেশ মিশনে।

  17. প্রশ্ন: বিদেশী মিশনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন কে?
  18. উত্তর: এম হোসেন আলী।

  19. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের পরিমাপ কত?
  20. উত্তর: ১০:৬

  21. প্রশ্ন: জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারীভাবে গৃহীত হয় কখন?
  22. উত্তর: ১৯৭২ সালের ১৭ জানুয়ারি।

  23. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার রং কী কী?
  24. উত্তর: লাল ও সবুজ।

  25. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকা দেখতে কেমন?
  26. উত্তর: সবুজ আয়তক্ষেত্রর পটভূমিতে একটি লাল বৃত্ত।

  27. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্তের ব্যাসার্ধ কর?
  28. উত্তর: পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ।

  29. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পতাকার লাল বৃত্ত কোথায় থেকে আঁকা শুরু করতে হয়?
  30. উত্তর: পতাকার দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট, লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ফুট, পতাকার দৈর্ঘ্যের সাড়ে ৪ ফুট ওপরে প্রস্থের মাঝ বরাবর অঙ্কিত আনুপাতিক রেখার ছেদ বিন্দু হবে লাল বৃত্তের কেন্দ্রবিন্দু। অর্থাৎ পতাকার দৈর্ঘ্যের নয়-বিংশতিতম অংশ হতে আঁকা শুরু করতে হবে।

  31. প্রশ্ন: পতাকা কোথায় টানানো যাবে না?
  32. উত্তর: পতাকা টানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটি এমন জায়গায় টানানো না হয়, যাতে এর মান নষ্ট হয়।

  33. প্রশ্ন: যানবাহনে কিভাবে পতাকা ব্যবহার করতে হয়?
  34. উত্তর: পতাকা দিয়ে মোটরযান, রেলগাড়ি অথবা নৌযানের খোল, সম্মুখভাগ অথবা পেছনের অংশ কোনো অবস্থাতেই ঢেকে দেয়া যাবে না।

  35. প্রশ্ন: অন্য দেশের পতাকার সাথে বাংলাদেশের পতাকা কিভাবে উত্তোলন করা হয়?
  36. উত্তর: যে ক্ষেত্রে অন্য কোনো দেশের সহিত ‘বাংলাদেশের পতাকা’ একত্রে উত্তোলন করা হয়, সেক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ প্রথমে উত্তোলন করতে হবে এবং নামানোর সময় সবশেষে নামাতে হয়।

  37. প্রশ্ন: পতাকার অবস্থা যদি এমন হয় যে, তা আর ব্যবহার করা যাবে না, তাহলে কী করতে হবে?
  38. উত্তর: পতাকার অবস্থা যদি এমন হয় যে, তা আর ব্যবহার করা যাবে না, নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তা মর্যাদাপূর্ণভাবে, বিশেষ করে সমাধিস্থ করে নিষ্পত্তি করতে হবে।

  39. প্রশ্ন: যেসব ক্ষেত্রে কেবলমাত্র দুটি পতাকা অথবা রঙিন পতাকা উত্তোলন করা হয়, সেসব ক্ষেত্রে কি করতে হবে?
  40. উত্তর: যেসব ক্ষেত্রে কেবলমাত্র দুটি পতাকা অথবা রঙিন পতাকা উত্তোলন করা হয়, সেক্ষেত্রে ‘বাংলাদেশের পতাকা’ ভবনের ডানদিকে উত্তোলন করা হবে।



Post a Comment

Previous Post Next Post