বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

বাংলাদেশের জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

বাংলাদেশের জাতীয় বিষয়াবলি: জাতীয় সংসদ সম্পর্কে সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদ কোথায় অবস্থিত?
  2. উত্তর: ঢাকার শেরে বাংলানগরে।

  3. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের নির্মাণ কাজ শুরু হয় কখন?
  4. উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদের নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে।

  5. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি কে?
  6. উত্তর: প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান।

  7. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদ উদ্বোধন হয় কত সালে?
  8. উত্তর: বাংলাদেশ জাতীয় সংসদ উদ্বোধন হয় ১৯৮২ সালে।

  9. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদ উদ্বোধন কে?
  10. উত্তর: তৎকালীন রাষ্ট্রপতি আবদুস সাত্তার।

  11. প্রশ্ন: সংসদ ভবন এলাকার আয়তন কত?
  12. উত্তর: ২১৫ একর।

  13. প্রশ্ন: সংসদ সংলগ্ন লেকটির নাম কি?
  14. উত্তর: ক্রিসেন্ট লেক।

  15. প্রশ্ন: বর্তমান সংসদ ভবনের পূর্বে পূর্ব বাংলার আইনসভা হিসেবে কোন হল ব্যবহৃত হতো?
  16. উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল।

  17. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদ কত কক্ষবিশিষ্ট?
  18. উত্তর: এক কক্ষবিশিষ্ট।

  19. প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কোনটি?
  20. উত্তর: শাপলা ফুল।

  21. প্রশ্ন: এ পর্যন্ত বিদেশী রাষ্ট্রপ্রধান হিসেবে জাতীয় সংসদে বক্তৃতা করেছেন কত জন?
  22. উত্তর: ২জন।

  23. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের নির্মাণ ব্যয় কত?
  24. উত্তর: ৩২ মিলিয়ন ইউএসডি।

  25. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের মূল ভবনটিতে কতটি পৃথক ব্লক আছে?
  26. উত্তর: ৯ টি।

  27. প্রশ্ন: মাঝের অষ্টভূজ ব্লকটির উচ্চতা কত?
  28. উত্তর: ১৫৫ ফুট।

  29. প্রশ্ন: সাংসদের বাকি আটটি ব্লকের উচ্চতা কত?
  30. উত্তর: ১১০ ফুট।

  31. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের স্থাপত্য রীতি কেমন?
  32. উত্তর: আধুনিক স্মৃতিস্তম্ভ

  33. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদ কি দিয়ে তৈরি?
  34. উত্তর: কনক্রিট ও ইটের তৈরি।

  35. প্রশ্ন: বাংলাদেশ জাতীয় সংসদের সহকারী স্থপতি কে?
  36. উত্তর: মাজহারুল ইসলাম



Post a Comment

Previous Post Next Post