মৃত্যু সম্পর্কে সেরা উক্তি ও স্ট্যাটাস পর্ব-২

মৃত্যু সম্পর্কে উক্তি ও স্ট্যাটাসের দ্বিতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম...

মৃত্যু সম্পর্কে সেরা উক্তি ও স্ট্যাটাস ,mrittu, bikkhato, ukti, status,  Creationbangla-24
  1. ⛥ সে-ই প্রকৃত মানুষ যে ভয় পায় তার অন্তরের মৃত্যুকে , শরীরের মৃত্যুকে নয়।

  2. ⛥ জীবনের দুঃসাহসিক অভিজানগুলির মধ্যে অন্যতম হলো মৃত্যু; তাই মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই।

  3. ⛥ মৃত্যুই হল জীবনের পরম সত্য।

  4. ⛥ মৃত্যু যতটা না ক্ষতিকারক তার চেয়ে বেশি ক্ষতিকর হলো মৃত্যুভয়।

  5. ⛥ প্রকৃত মৃত্যু তখনই হয় যখন একজন মানুষের শুভ চেতনার মৃত্যু ঘটে ।

  6. ⛥ প্রিয়জনের অকাল মৃত্যুর বেদনা মৃত্যুসম ই প্রতীত হয়।

  7. ⛥ মৃত্যু একটি চ্যালেঞ্জ যা আমাদের শেখায় সময় নষ্ট না করতে ,এবং একে অপরকে জানাতে যে তাকে আমরা কতটা ভালোবাসি।

  8. ⛥ অতি প্রিয়জনের মৃত্যু কষ্ট যারা সহ্য করেছে অধিক বেদনাদায়ক আর কিছুই তাদের মনে হয় না ।

  9. ⛥ জীবনের ভীতি থেকেই মানুষের মধ্যে মৃত্যুভয়ের সৃষ্টি হয়। একজন মানুষ যে প্রাণভরে বাঁচতে পারে; মৃত্যুকে বরণ করতে সে কুণ্ঠাবোধ করে না ।

  10. ⛥ নিজের প্রিয়জনের অনুপস্থিতির শূন্যতা অনেক সময় মনে করায় যে সমগ্র পৃথিবী ই বুঝি জনমানবহীন।

  11. ⛥ শুধুমাত্র মৃত্যু ই জীবনের সর্বাপেক্ষা ক্ষতি করে, তা নয় । একজনের মৃত্যু তখনই হয় যখন সে ভেতর থেকে নিঃশেষ হয়ে যায়।

  12. ⛥ জন্মভূমির স্বার্থে মৃত্যুবরণ করা অতি গৌরবের।

  13. ⛥ এক দিন জানি সকলেই যাব চলে তবু কেন এই মনে মনে ব্যথা পাওয়া তবু কেন এই দুনয়ন ভরে জলে হয়তো পৃথিবী এত সুন্দর বলে।

  14. ⛥ জানি গো আমার থাকবে না কোনো স্মৃতি হয়তো শুকাবে সব ভালোবাসা প্রীতি জানি তবু কেন দুনয়ন ভরে জলে, হয়তো পৃথিবী এত সুন্দর বলে।

  15. ⛥ আজ আছি আমি হয়তো রবনা কাল চলে যেতে হবে ছিঁড়ে ফেলে মায়াজাল জানি তবু এই দুনয়ন ভরে জলে হয়তো পৃথিবী স্নেহময়ী, ‘মা’ বলে।

  16. ⛥ যারা কাছে আছে যারা আছে আরও দূরে, সকলেরই গান একই বেদনার সুরে, বাজিবে গো জানি সেই বিদায়ের দিনে, জানি তবু কেন দুনয়ন ভরে চলে হয়তো পৃথিবী এত সুন্দর বলে।

  17. ⛥ ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে মরণ তোমায় কোনো দিনও পারবে না কভু কেড়ে নিতে ।

  18. ⛥ পরবে যখন মালা আর চন্দন ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে।

  19. ⛥ পরবে যখন মালা আর চন্দন ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে।

  20. ⛥ তাসের দেশে ঘর বেঁধেছি জলছবি রং কাঁচে, মৃত্যু? সে তো আকস্মিকেই বাঁচে ।



Post a Comment

Previous Post Next Post