মানব দেহ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

মানবদেহ সম্পর্কিত সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Human Body, General  Knowledge, মানবদেহ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
  2. উত্তর: ৯৮.৪০ ডিগ্রি ফারেনহাইট।
  3. প্রশ্ন: একজন সুস্থ মানুষের নাড়ীর স্পন্দন মিনিটে কয়বার?
  4. উত্তর: ৭০-৭২ বার।
  5. প্রশ্ন: মানবদেহের শরীরে কয়টি হাড় আছে?
  6. উত্তর: ২০৬টি।
  7. প্রশ্ন: মানবদেহে পানির পরিমাণ শতকরা কত ভাগ?
  8. উত্তর: শতকরা ৭০ ভাগ।
  9. প্রশ্ন: মানবদেহে ফুসফুসের কাজ কী?
  10. উত্তর: শ্বাস-প্রশ্বাস চালানো।
  11. প্রশ্ন: মানবদেহের মাংসপেশির সংখ্যা কত?
  12. উত্তর: ৫০০টি।
  13. প্রশ্ন: মানদেহে হৃরৎপিণ্ডের কাজ কী?
  14. উত্তর: রক্ত চলাচলে সহায়তা করা।
  15. প্রশ্ন: মানবদেহে পাকস্থলীর কাজ কী?
  16. উত্তর: খাদ্য হজমে সহায়তা করা।
  17. প্রশ্ন: মানবদেহে হৃৎপিণ্ড কোথায় থাকে?
  18. উত্তর: বুকের বামপাশে থাকে।
  19. প্রশ্ন: মানবদেহে কতগুলো ছিদ্র থাকে?
  20. উত্তর: ২ লাখেরও বেশি।
  21. প্রশ্ন: মানবদেহে রক্তের বেগ কত?
  22. উত্তর: প্রতি ঘণ্টায় ১১ কিলোমিটার।
  23. প্রশ্ন: মানুষ প্রতি মিনিটে কয়বার শ্বাস-প্রশ্বাস নেয়?
  24. উত্তর: শিশু ৪০ বার, বালক ২৫ বার, পূর্ণবয়স্ক ব্যক্তি ১৮ বার।
  25. প্রশ্ন: একজন মানুষের শরীরে স্বাভাবিক অবস্থায় কী পরিমাণ রক্ত থাকে?
  26. উত্তর: প্রায় ৫ থেকে ৬ লিটার।
  27. প্রশ্ন: বুকের দুই পাশে হাড়ের সংখ্যা কয়টি?
  28. উত্তর: ২৪টি।
  29. প্রশ্ন: আমাদের পিপাসা পায় কেন?
  30. উত্তর: আমাদের শরীরে পানির ঘাটতি হলে পিপাসা পায়।
  31. প্রশ্ন: মানুষের মেরুদণ্ডে কয়টি হাড় থাকে?
  32. উত্তর: ৩৩টি।
  33. প্রশ্ন: একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় কত বার শ্বাস প্রশ্বাস নেয়?
  34. উত্তর: ২৩,০৪০ বার।
  35. প্রশ্ন: একজন পূর্ণবয়স্ক মানুষের হৃৎপিণ্ড দিনে কত লিটার রক্ত পাম্প করে?
  36. উত্তর: ৬,০০০-৭,৫০০ লিটার।
  37. প্রশ্ন: মানুষ প্রতিরাতে গড়ে কত মিনিট স্বপ্ন দেখে?
  38. উত্তর: ১-১.৫ মিনিট।
  39. প্রশ্ন: একজন সুস্থ স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড দিনে কত বার স্পন্দিত হয়?
  40. উত্তর: ১,৩০,৬৮০ বার।


Post a Comment

Previous Post Next Post