মানব দেহ সম্পর্কে জরুরী তথ্য ও সাধারণ জ্ঞান পর্ব-২

মানব দেহ সম্পর্কিত সাধারণ জ্ঞানের দ্বিতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Human Body, General  Knowledge, মানবদেহ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: মানুষের মাথার মগজের কি পরিমাণ কোষ কোনো না কোনো কাজ করে?
  2. উত্তর: ৭০ লক্ষ।
  3. প্রশ্ন: মাথার চুল দিনে গড়ে কতটুকু বাড়ে?
  4. উত্তর: ০.০১৭১৪ ইঞ্চি।
  5. প্রশ্ন: সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা কতটুকু হ্রাস পায়?
  6. উত্তর: ১ সেন্টিমিটার।
  7. প্রশ্ন: মানব শরীরে কতটুকু পানি ও কার্বন রয়েছে?
  8. উত্তর: ৭০% পানি ও ১৮% কার্বন।
  9. প্রশ্ন: একজন মানুষের চামড়ার ওপর কি পরিমাণ লোমকূপ রয়েছে?
  10. উত্তর: ১ কোটি।
  11. প্রশ্ন: মানুষের মস্তিষ্ক কি পরিমাণ গন্ধ বুঝতে পারে?
  12. উত্তর: প্রায় ১০,০০০।
  13. প্রশ্ন: একজন মানুষের রক্তের পরিমাণ শরীরের ওজনের কত ভাগ?
  14. উত্তর: ১৩ ভাগের এক ভাগ।
  15. প্রশ্ন: দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে কতটুকু জমির প্রয়োজন?
  16. উত্তর: দেড় একর জমি।
  17. প্রশ্ন: মানুষ চোখ খুলে কী করতে পারে না?
  18. উত্তর: হাঁচি দিতে পারে না।
  19. প্রশ্ন: মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশী কোনটি?
  20. উত্তর: জিহ্বা।
  21. প্রশ্ন: মানবদেহের সবচেয় বড় হাড় কোনটি?
  22. উত্তর: পাঁজর।
  23. প্রশ্ন: মানবদেহের সবচেয় ক্ষুদ্রতম হাড় কোনটি?
  24. উত্তর: কানের হাড়।
  25. প্রশ্ন: আমরা কয়টি হাড় নিয়ে জন্মগ্রহণ করি?
  26. উত্তর: ৩০০ হাড়।
  27. প্রশ্ন: প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে কয়টি হাড় থাকে?
  28. উত্তর: ২০৬টি।
  29. প্রশ্ন: আমাদের চোখের একটি পাপড়ি কত দিন বেঁচে থাকে?
  30. উত্তর: ১৫০ দিন। এরপর নিজে থেকেই ঝরে যায়।
  31. প্রশ্ন: আমাদের মাথার খুলি কত ধরনের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি?
  32. উত্তর: ২৬ ধরনের।
  33. প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত ?
  34. উত্তর: ৩৬.৯ ডিগ্রী।
  35. প্রশ্ন: স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত ?
  36. উত্তর: ১৫ পাউন্ড।
  37. প্রশ্ন: সিস্টোলিক চাপ বলতে কী বুজায় ?
  38. উত্তর: হৃদপিন্ডের সংকোচন চাপ।
  39. প্রশ্ন: ডায়োস্টোল চাপ বলতে কী বুঝায়?
  40. উত্তর: হৃদপিন্ডের প্রসারণ।


Post a Comment

Previous Post Next Post