মানব দেহ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-৩

মানব দেহ সম্পর্কিত সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বে আপনারদের জানায় স্বাগতম...

Human Body, General  Knowledge, মানবদেহ, সাধারণ জ্ঞান
  1. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিন থাকে কোথায় ?
  2. উত্তর: লোহিত রক্তকনিকায়।
  3. প্রশ্ন: রক্তের লোহিত রক্ত কনিকা তৈরী হয় কোথায়?
  4. উত্তর: অস্থিমজ্জায়।
  5. প্রশ্ন: মানব দেহে মোট কশেরুকার সংখ্যা কতো?
  6. উত্তর: ৩৩ টি।
  7. প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কতো?
  8. উত্তর: ২০টি।
  9. প্রশ্ন: রক্ত কতো প্রকার ?
  10. উত্তর: ৩ প্রকার।
  11. প্রশ্ন: হিমোগ্লোবিনের কাজ কী ?
  12. উত্তর: অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা।
  13. প্রশ্ন: পালমোনারী (ফুসফুসীয়) শিরা কী বহন করে ?
  14. উত্তর: অক্সিজেন বাহী রক্ত।
  15. প্রশ্ন: মানব দেহের হৃত্পিণ্ড কতো প্রকোষ্ট বিশিষ্ট ?
  16. উত্তর: চার প্রকোষ্ট বিশিষ্ট।
  17. প্রশ্ন: লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কতো দিন ?
  18. উত্তর: ৫ -৬ দিন।
  19. প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কতো দিন ?
  20. উত্তর: ১০ দিন।
  21. প্রশ্ন: রক্ত শুন্যতা বলতে বুঝায় ?
  22. উত্তর: রক্তে হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়।
  23. প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
  24. উত্তর: ল্যান্ড ষ্টিনার।
  25. প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
  26. উত্তর: যকৃতে।
  27. প্রশ্ন: বক্ষ গহ্বর ও উদর পৃথক রাখে কে ?
  28. উত্তর: ডায়াফ্রাম।
  29. প্রশ্ন: কিডনীর কার্যকরী একক কী ?
  30. উত্তর: নেফরন।
  31. প্রশ্ন: মুত্রের ঝাঝালো গন্ধের দায়ী পদার্থের নাম কী ?
  32. উত্তর: এমোনিয়া।
  33. প্রশ্ন: মুত্র হলুদ দেখায় কেন ?
  34. উত্তর: বিলিরুবিনের জন্য।
  35. প্রশ্ন: অ্যামাইনো অ্যাসিড ইউরিয়ায় পরিনত হয় কোথায় ?
  36. উত্তর: যকৃতে।
  37. প্রশ্ন: মানব দেহে রাসায়নিক দূত হিসাবে কাজ করে কী ?
  38. উত্তর: হরমোন।
  39. প্রশ্ন: ডায়াবেটিস রোগ হয় কোন প্রাণরসের অভাবে ?
  40. উত্তর: ইনসুলিন।


1 Comments

  1. https://www.easyeducationbd.com/2021/11/jene-nin-bangladesh-somporke.html


    জেনে নিন বাংলাদেশ সম্পর্কে

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post