HSC ICT: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস জ্ঞানমূলক প্রশ্নোত্তর
MD. Aiub0
এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর পর্বে আপনারদের জানায় স্বাগতম...
প্রশ্ন: সর্বপ্রথম গণনার জন্য ব্যবহৃত চিহ্ন কোনটি?
উত্তর: খ্রীস্টপূর্ব ৩৪০০ সালে হায়ারোগ্লিফিক্স ( Hieroglyphic) এর মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নে ব্যবহার শুরু হয়।
প্রশ্ন: অঙ্ক কাকে বলে?
উত্তর: সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। অর্থাৎ সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম এককই হচ্ছে অঙ্ক।
প্রশ্ন: সংখ্যা পদ্ধতি কত ধরনের?
উত্তর: ১. স্থানিক পদ্ধতি(Positional Number System)
২. অস্থানিক পদ্ধতি(Non-Positional Number System)
প্রশ্ন: সব চেয়ে বহুল ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি?
উত্তর: দশমিক সংখ্যা পদ্ধতি(Decimal Number System).
প্রশ্ন: দশমিক সংখ্যা পদ্ধতি(Decimal Number System) কাকে বলে?
উত্তর: সাধারনত হিসাব-নিকাশের জন্য যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এ পদ্ধতিতে ১০ টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে 0,1,2,3,4,5,6,7,8,9
প্রশ্ন: বাইনারী সংখ্যা পদ্ধতি(Binary Number System) কাকে বলে?
উত্তর: 0 এবং 1 মাত্র এই দুইটি মৌলিক অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে বাইনারী সংখ্যা পদ্ধতি বলে। কম্পিউটার সব ধরনের হিসাব নিকাশ বাইনারী সংখ্যা পদ্ধতিতে করে থাকে।
প্রশ্ন: অক্টাল সংখ্যা পদ্ধতি(Octal Number System) কাকে বলে?
উত্তর: যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট আটটি মৌলিক চিহ্ন বা অঙ্ক নিয়ে গঠিত তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
প্রশ্ন: হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি(Hexadecimal Number System) কাকে বলে?
উত্তর: সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত মোট ষোলটি মৌলিক চিহ্ন বা অঙ্ক নিয়ে গঠিত তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে।
প্রশ্ন: সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যা লিখে প্রকাশ করার জন্য যতোগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয়, তার সমষ্টিকে ঐ সংখ্যা পদ্ধতির বেজ বলা ভিত্তি বলে।
প্রশ্ন: ক্যারি কাকে বলে?
উত্তর: অঙ্ক করার সময় হাতে থাকাকে আইসিটির ভাষায় ক্যারি বলে।
প্রশ্ন: সাইন্ড নাম্বার কাকে বলে?
উত্তর: +/- চিহ্ন বা সাইনযুক্ত নাম্বারকে সাইন্ড নাম্বার বলে।
প্রশ্ন: কোড (Code) কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে বা সংকেতের মাধ্যমে বর্ণ, অঙ্ক ও সংখ্যাগুলোকে বাইনারি সংখ্যায় প্রকাশ করার ব্যবস্থা করা হয় তাকে কোত বলে।
প্রশ্ন: বুলিয়ান অ্যালজেবরা কাকে বলে?
উত্তর: বুলিয়ান অ্যালজেবরা সাধারণত লজিকের সত্য বা মিথ্যার উপর ভিত্তি করে গড়ে ওঠেছে। আর এই সত্য ও মিথ্যাকে পরবর্তীতে বাইনারী অঙ্ক 0 ও 1 নিয়ে কাজ করা হয়। কোনো বৈদ্যুতিক সার্কিটে বিদ্যুতের উপস্থিতি থাকলে 1 এবং বিদ্যুতের অনুপস্থিত থাকলে 0 ধরা হয়।
প্রশ্ন: মৌলিক গেইট কাকে বলে?
উত্তর: যে সকল গেইট অন্য কোনো গেইটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেইট বলে।
প্রশ্ন: লজিক গেইট কাকে বলে?
উত্তর: যে সকল ডিজিটাল সার্কিট যুক্তমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল গেইটকে লজিক গেইট বলে?
প্রশ্ন: মৌলিক গেইট কতটি ও কি কি?
উত্তর: মৌলিক গেইট তিনটি:
AND গেইট: AND গেইটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায়। এক্ষেত্রে সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে অন্যথায় আউটপুট মিথ্যা হবে।
OR গেইট: OR গেইটে দুই বা ততোধিক ইনপুট দিলে একটি আউটপুট পাওয়া যায়। এক্ষেত্রে যে কোনো একটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে আর সবগুলো ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হবে।
NOT গেইট: NOT গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে। এক্ষেত্রে ইনপুট সত্য হলে আউটপুট মিথ্যা এবং ইনপুট মিথ্যা আউটপুট সত্য হবে।
প্রশ্ন: ডিজিটাল ডিভাইস কাকে বলে?
উত্তর: যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে এক বা একাধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায় তাকে ডিজিটাল ডিভাইস বলে।
প্রশ্ন: অ্যাডার কাকে বলে?
উত্তর: যে সমবায় বর্তনীর সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। এ বাইনারী রোগের সাহায্যে সকল গাণিতিক কাজ করা যায়।
প্রশ্ন: রেজিস্টার কি?
উত্তর: রেজিস্টার হলো মাইক্রো প্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি। প্রসেস করার সময় অল্পক্ষণ তথ্য ধারণের জন্য রেজিস্টার ব্যবহার করা হয়।
প্রশ্ন: কাউন্টার কি?
উত্তর: কাউন্টার হলো এমন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যাতে দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।
Post a Comment