ভাব সম্প্রসারণ: বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃতক্রোড়ে

বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃতক্রোড়ে।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: প্রাণী ও জড়জগতের সবকিছুই তার নিজস্ব ও উপযুক্ত পরিবেশে মানানসই ও আকর্ষণীয় হয়ে থাকে। কিন্তু ব্যতিক্রমধর্মী পরিবেশে তার সৌন্দর্য বিনষ্ট হয়।
সম্প্রসারিত ভাব: প্রত্যেক প্রাণীরই প্রাকৃতিক নিয়মে যার উপযুক্ত স্থান যেখানে সেখানেই তার সৌন্দর্য ফুটে ওঠে। এ পৃথিবীতে কোনাে বিশেষ প্রাণী যে স্থানে জন্মে, তার জন্য সেই স্থানই উত্তম। যেমন- বন্যপ্রাণীর বাসােপযােগী স্থান বন আর মানব শিশুর নিরাপদ আশ্রয়স্থল মাতৃত্রোড়। বন্যপ্রাণীকে বনভূমিতে এবং মানব শিশু মাতৃত্রোড়ে অতীব সুন্দর ও সামঞ্জস্যপূর্ণ। এদের প্রত্যেককেই পরস্পরের সম্পূরক হিসেবে মানানসই দেখায়। অর্থাৎ প্রতিটি সৃষ্টি প্রকৃতি প্রদত্ত স্বতন্ত্র পরিবেশ ও সুনির্দিষ্ট অঞ্চলে যেমন মানানসই ও প্রাসঙ্গিক দেখায়, কৃত্রিম পরিবেশে তেমন দেখায় না,। কোনাে বস্তু বা সৃষ্টিকে নির্ধারিত পরিবেশ থেকে কৃত্রিম পরিবেশে স্থানান্তর করলে এর স্বাভাবিক সৌন্দর্য বিঘ্নিত এবং খাপছাড়া ভাব ও অসংলগ্ন দৃশ্যের জন্ম হয়।
মন্তব্য: পৃথিবীতে যার যেখানে অবস্থান সে সেখানেই সুন্দর, সেখানেই সে শােভনীয়। এর ব্যতিক্রম সৌন্দর্য ও স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটায়।


Post a Comment

Previous Post Next Post