ভাব সম্প্রসারণ: দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: অনেকে মিলে কোনাে কাজ করে পরাজিত হলেও তাতে কোনাে দুঃখ ও লজ্জা থাকে না এবং উৎসাহের কমতি হয় না।
সম্প্রসারিত ভাব: পারস্পরিক সাহায্য ও সহযােগিতা লাভ করে সহজ ও নিরাপদ জীবনযাপন করার জন্যই মানুষ সমাজ গড়েছে। ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় বহু কাজে পারস্পরিক সাহায্য সহযােগিতা ও পরিশ্রমের প্রয়ােজন হয়। অনেক কাজ আছে যেগুলাে প্রচুর অর্থ, সময় ও পরিশ্রম ছাড়া সম্পন্ন করা যায় না। সম্মিলিতভাবে অর্থ ও শ্রম নিয়ােগ করতে হয়। কোনাে লোক কোনা কাজ করতে আন্তরিক চেষ্টা করতে পারে, কিন্তু সে কাজে সাফল্য লাভের নিশ্চয়তা দিতে পারে না। আর সে একা কাজ করতে গিয়ে যদি ব্যর্থ হয়, তাহলে এর সকল দায়িত্ব তার একার ওপর এসে পড়ে। সে ব্যর্থতার গ্লানি তাকে একা বহন করতে হয়। ফলে অন্যান্য লােকের সামনে লজ্জায় তার মাথা নত হয়ে আসে। কিন্তু দশজনে অনেকে মিলে কোনাে কাজ করলে তাতে যদি ব্যর্থতা আসে, তাহলে এর দায়িত্ব কোনাে একজনের বহন করতে হয় না ও কোনাে লজ্জা পাওয়ার কারণ নেই। ব্যর্থতার গ্লানি সকলে যৌথভাবে বহন করে এবং লজ্জায় কারাে মাথা হেঁট হয় না। তাই দশজনে মিলে কাজ করার অনেক সুবিধা রয়েছে। তাতে সফল হলে সকলে সমভাবে লাভবান হয় এবং ব্যর্থ হলে কাউকে লজ্জা পেতে হয় না। তাই কোনাে কাজ করতে গেলে সকলে মিলে করতে যাওয়া অনেক ভালাে।
মন্তব্য: প্রবাদ আছে- একতাই বল। দশজনে মিলে ঐক্যবদ্ধ হয়ে যে কোনাে কাজ করলে তাতে পরাজয়েও সম্মান বিনষ্ট হয় না।


Post a Comment

Previous Post Next Post