চক চক করলেই সোনা হয় না।
মূলভাব: বিশ্ব সংসারে আপাত সুন্দর অন্তঃসারশূন্য জিনিসের অভাব নেই তাই বাহ্যিক
রূপ দেখেই কোনাে কিছুর মূল্যায়ন করা ঠিক নয়। আসল-নকল চিনতে হলে গুণের বিচার
করতে হবে। সম্প্রসারিত ভাব: পৃথিবীতে সর্বত্র আসল ও নকলের ছড়াছড়ি। তবে আসল ও নকলকে গুণ দিয়ে বিচার করতে হয়। যেমন মাকাল ফল দেখতে খুব সুন্দর; কিন্তু ভেতরে শুধু পুরীষ। সােনা মূল্যবান ধাতু, এটা দেখতে খুব উজ্জ্বল। তামা বা পিতলকে ভালােভাবে ঘষামাজা করলে সােনার মতাে উজ্জ্বল দেখায়। তাই বলে সেগুলাে সােনার মতাে দামি নয়। পােশাক-পরিচ্ছদ ও কথাবার্তা মানুষের বাহ্যিক দিক। এ দুটো দিকই মানুষের চোখে প্রথমে পড়ে। তাই অশিক্ষিত, অসৎ, প্রতারক ও নীতিহীন মানুষেরা নিজেদের দুর্বলতা ঢাকার জন্য চাকচিক্যময় পােশাক ও ভালাে কথার আশ্রয় নেয়। তাই মানুষকে বিচার করতে হবে তার গুণ ও প্রতিভা দ্বারা, বাহ্যিক আবরণ দ্বারা নয়। কারণ মানুষের বাইরের সৌন্দর্য ও ভালাে পােশাক দেখে তার প্রকৃত রূপ ধরা যায় না। পৃথিবীতে বহু কপট ও অসাধু লােক রয়েছে যারা সততার ভান করে। কিন্তু সে যখন তার কার্যসিদ্ধির জন্য অসৎ কাজ করে তখন তার প্রকৃত চেহারা উন্মােচিত হয়।
মন্তব্য: পৃথিবীতে কোনাে ব্যক্তি বা বস্তুর ভালােমন্দ যাচাই করতে হলে তার বাহ্যিক চাকচিক্য দেখে ভুললে চলবে না। বিশেষ সতর্কতার সাথে তার আসল গুণ নির্ণয় করতে হবে। গুণেই আসল পরিচয়, চেহারা আর জৌলুসতার নয়।
Post a Comment