ভাব সম্প্রসারণ: ইচ্ছা থাকলে উপায় হয়

ইচ্ছা থাকলে উপায় হয়।

ভাব সম্প্রসারণ, Expansion of Thought
মূলভাব: প্রত্যেক কাজের পেছনেই থাকে প্রবলতম ইচ্ছা। ইচ্ছাশক্তির দ্বারা যে কোনো অসাধ্য সাধন করা যায়।
সম্প্রসারিত ভাব: সফলতার অনিবার্য দাবি ইচ্ছাশক্তি। কেননা মনের ইচ্ছা ও ঐকান্তিকতাই পারে যে কোনো কাজের সফলতা এনে দিতে। তাই যে কোনো কাজে সফলতা লাভ করতে হলে তার জন্য প্রবল ইচ্ছা থাকা চাই। দৃঢ় ইচ্ছা নিয়ে কাজ করতে অগ্রসর হলে কঠিন কাজও সমাধা করা যায়। জগতে যত লোকে জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে যশস্বী হয়েছেন, তারা সকলেই দুর্দমনীয় ইচ্ছাশক্তি দ্বারাই অসম্ভবকে সম্ভব করতে সমর্থ হয়েছিলেন। সুবিধা-অসুবিধা, বাধা-বিপত্তি প্রত্যেক কাজের মধ্যেই আছে। কিন্তু যদি ইচ্ছাশক্তি প্রবল হয়, তবে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। কারণ ইচ্ছাশক্তি মানুষের চিত্তে সাহস, ধৈর্য ও অধ্যবসায়ের সৃষ্টি করে। আমাদের অভাব যতহ থাকুক না কেন, কোনো বস্তু পাওয়ার প্রবল ইচ্ছা থাকলে তা কখনো না কখনো হস্তগত হবেই। ফলে সহজে সফলতা আসে। এজন্য Where there is a will, there is a way.
মন্তব্য: ইচ্ছা থাকলে সাধনার পথ প্রশস্ত হয়। আর সাধনার বাইরে কিছুই নেই। পবিত্র কুরআনে ঘোষিত হয়েছে-"লাইছা লিল ইনসানি ইল্লা মা সাআ"। অর্থাৎ মানুষের চেষ্টার বাইরে কিছুই নেই।


Post a Comment

Previous Post Next Post