লােকজনের পড়ার জন্য রাখা হয়। পাঠকগণ এবং গ্রন্থাগারের সদস্যগণ তাদের পছন্দমতাে
বইপত্র পড়তে পারে। গ্রন্থাগারের নিয়ম অনুযায়ী তারা তাদের বাড়িতেও বই নিতে পারে।
একটি গণগ্রন্থাগারের উপযােগিতা বর্ণনা করে শেষ করা যায় না। এটা জ্ঞান বিস্তারে
সহায়তা করে। একজন পাঠক ইচ্ছে করলেই তার পছন্দের সকল বই বা জার্নাল কিনতে
পারে না বা যােগাড় করতে পারে না। ছাত্র, শিক্ষক এবং গবেষকগণ তাদের পড়াশােনার
জন্য প্রয়ােজনীয় সকল উপকরণ সংগ্রহ করতে সক্ষম হন না। এ কারণে তারা অনেক সময়
বিভিন্ন অসুবিধার মুখােমুখি হন। এমনকি যেসব বই মুদ্রণ শেষ হয়ে গেছে বা যেগুলাে
বিদেশি বই সেগুলাে সংগ্রহ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। গণগ্রন্থাগারসমূহ এরকম
অবস্থায় তাদের সাহায্য করে থাকে। এছাড়াও গণগ্রন্থাগার মানুষের পড়ার অভ্যাস গড়ে
তুলতে সাহায্য করে। অতএব, গণগ্রন্থাগার "খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এর
যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়ােজন।
Post a Comment