রেল স্টেশন হলাে রেললাইনের পাশে অবস্থিত একটি স্থাপনা। যাত্রী ও মালামাল উঠানাে-
নামানাের জন্য এখানে ট্রেন থামে। এটা এর অবস্থান ও গুরুত্ব অনুসারে তুলনামূলকভাবে
লােকে লােকারণ্য কিংবা প্রায় জনশূন্য হতে পারে। এটা একটা স্বয়ংসম্পূর্ণ ভবন বা
প্রতিষ্ঠান যেখানে ট্রেন দাঁড়ানাের জায়গা থাকে এবং যেখানে যাত্রীদের অপেক্ষা করার ঘর
এবং স্টেশন মাস্টারের অফিসসহ অন্যান্য অফিস থাকে। এখানে গুদামঘর, টিকেট
কাউন্টার, ট্রেনের সময়সূচি-সংবলিত স্থাপনা থাকে। এর ফলে ট্রেনে যাতায়াত, যাত্রীদের
ওঠা-নামায় সুবিধা হয়। বড় রেল স্টেশনগুলােতে যাত্রীদেরকে রােদ-বৃষ্টি থেকে রক্ষার জন্য
ঢেউখেলানাে টিনের আচ্ছাদন থাকে। হৈচৈ, ব্যস্ততা হলাে রেলস্টেশনের একটি সাধারণ
ঘটনা। যখন একটি যাত্রীবাহী ট্রেন আগমন করে তখন এর ব্যস্ততা সর্বোচ্চে পৌছায়। রেল
স্টেশন রেল যােগাযােগ ব্যবস্থার একটি অপরিহার্য স্থাপনা।
Post a Comment