বড় বড় শহরের রাস্তাগুলােতে একজন ফেরিওয়ালা খুব সুপরিচিত দৃশ্য। ক্রেতাদের দৃষ্টি
আকর্ষণের জন্য ফেরিওয়ালারা মজার স্বরে ডাকাডাকি করে। কীভাবে মানুষকে বোঝাতে
হয়, তা সে খুব ভালাে করে জানে। তার ডাকাডাকিতে শিশু এবং নারীরা বেশি আকৃষ্ট হয়।
সে সাধারণত খেলনা, ফলমূল, বিস্কুট, শাক-সবজি, আইসক্রীম, কেক, ফিতা, কাপড় ও
গৃহসরঞ্জাম ইত্যাদি বিক্রয় করে। অন্যদিকে আরেকরকম ফেরিওয়ালা আছে যারা সংবাদপত্র,
খালিপাত্র, পুরাতন বইখাতা, ছেঁড়া কাপড় ইত্যাদি বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে কেনে। যা হােক,
শিশুরা ফেরিওয়ালাদের খুব পছন্দ করে, কিন্তু বড়রা তেমন পছন্দ করে না; যদিও বিক্রয়ের
জন্য দ্রব্যাদি হাতে করে অথবা ঘাড়ে করে তারা এক বাড়ি থেকে অন্য বাড়ি ঘুরে বেড়ায়।
মাঝে মাঝে সে তার ভ্রাম্যমাণ দোকান নিয়ে এক রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরে বেড়ায় এবং
প্রায়ই ফুটপাতে সমস্যার সৃষ্টি করে। একজন ফেরিওয়ালার আয় পর্যাপ্ত নয়, সেজন্য তাকে
কঠোর শ্রমের মাধ্যমে সংসার চালাতে হয়।
Post a Comment