HSC ICT: ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML

এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নোত্তর পর্বে আপনারদের জানায় স্বাগতম...

 একাদশ দ্বাদশ শ্রেণির, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ওয়েব ডিজাইন পরিচিত ও HTML,HSC, ICT, এইচএসসি,
  1. প্রশ্ন: HTML কি?
  2. উত্তর: HTML হলো Hyper Text Markup Language এর সংক্ষিপ্ত রূপ। প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত ।
  3. প্রশ্ন: HTML আবিষ্কার করেন কে?
  4. উত্তর: স্যার টিমোথি জন টিম বানার্স লী।
  5. প্রশ্ন: WWW এর জনক কে?
  6. উত্তর: স্যার টিমোথি জন টিম বানার্স লী।
  7. প্রশ্ন: HTTP এর জনক কে?
  8. উত্তর: স্যার টিমোথি জন টিম বানার্স লী।
  9. প্রশ্ন: সর্বপ্রথম কোন Browser মাধ্যমে HTML পরিচিতি লাভ করে?
  10. উত্তর: মোজাইক ব্রাউজারের মাধ্যমে।
  11. প্রশ্ন: web কি?
  12. উত্তর: web হলো ইন্টারনেট ব্যবহার করার একটি পথ বা ইন্টারনেটের একটি Application.
  13. প্রশ্ন: Web developing কাকে বলে?
  14. উত্তর: ওয়েবসাইট তৈরি, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কলাকৌশলকে web developing বলে। যিনি ওয়েব ডেভেলপ করেন তাকে web developer বলে।
  15. প্রশ্ন: Web designe কাকে বলে?
  16. উত্তর: ওয়েব পেইজ নির্মাণের কৌশলকে ওয়েব ডিজাইন বলে। যিনি ওয়েব ডিজাইন করেন তাকে ওয়েব ডিজাইনার বলে।
  17. প্রশ্ন: ওয়েব পেইজ কাকে বলে?
  18. উত্তর: HTML নামক মার্কআপ Language এর মাধ্যমে তৈরিকৃত document গুলোকে ওয়েব পেইজ বলে।
  19. প্রশ্ন: ওয়েব পেইজ সাধারণত কত ধরনের হয়ে থাকে?
  20. উত্তর: ওয়েব পেইজ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। ১.স্ট্যাটিক ওয়েব পেইজ। ২.ডাইনামিক ওয়েব পেইজ।
  21. প্রশ্ন: স্ট্যাটিক ওয়েব পেইজ কাকে বলে?
  22. উত্তর: স্ট্যাটিক ওয়েব পেইজ হলো পূর্ব থেকে তৈরিকৃত অপরিবর্তিত ওয়েব পেইজ। ওয়েব ডিজাইনার যদি কোনো তথ্য পরিবর্তন না করেন তাহলে প্রতিবারই একই তথ্য প্রদর্শন করে। অর্থাৎ Standard HTML web page হলো static web page.
  23. প্রশ্ন: ডাইনামিক ওয়েব পেইজ কাকে বলে?
  24. উত্তর: ডাইনামিক ওয়েব পেইজ হলো স্টাইলিশ ও ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী বিভিন্ন programming language এর মাধ্যমে পরিবর্তনশীল ওয়েব পেইজ।
  25. প্রশ্ন: HTML এর কাজ কি?
  26. উত্তর: HTML এর কাজ হলো ওয়েব সাইট বা ওয়েব পেইজের মৌলিক কাঠামো তৈরী করা।
  27. প্রশ্ন: CSS এর কাজ কি?
  28. উত্তর: CSS এর কাজ হলো ওয়েব সাইট বা ওয়েব পেইজকে বিভিন্ন দিক থেকে colourful ও stylish করে তোলা।
  29. প্রশ্ন: কিভাবে ডাইনামিক ওয়েব পেইজ তৈরি করা হয়?
  30. উত্তর: ওয়েব পেইজ তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের programming language ব্যবহার করতে হয়। যেমন: Javascript, PHP, ASP, JQuery etc. আর ডেটাবেজের সাথে ওয়েব সাইট যুক্ত করতে চাইলে MY SQL, MS Access ব্যবহার করা হয়।
  31. প্রশ্ন: HTML এর file extension কি?
  32. উত্তর: HTML এর file extension হলো .html বা .htm
  33. প্রশ্ন: ওয়েব ব্রাউজিং কাকে বলে?
  34. উত্তর: HTTP এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারী যখন বিভিন্ন ওয়েব সার্ভার থেকে ওয়েব পেইজ প্রদর্শন করে তখন তাকে ব্রাউজিং বলে।
  35. প্রশ্ন: কয়েকটি ব্রাউজারের নাম লেখ।
  36. উত্তর: Google Chrome, Mozilla Firefox, Internet Explore, Safari, Opera etc.
  37. প্রশ্ন: বিশ্বব্যাপী জাল বলে কি বোঝ?
  38. উত্তর: সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোর সমষ্টিকে বিশ্বব্যাপী জাল বা WWW(World Wide Wed) বলা হয়।
  39. প্রশ্ন: ওয়েবসাইট Structure কাকে বলে?
  40. উত্তর: যে অবকাঠামোর উপর ভিত্তি করে ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইট Structure বলে।
  41. প্রশ্ন: লিনিয়ার Structure কাকে বলে?
  42. উত্তর: যে ওয়েব কাঠামোর মাধ্যমে ওয়েব পেইজ গুলোকে ক্রমানুসারে দেখানো হয় তাকে লিনিয়ার কাঠামো বলে।
  43. প্রশ্ন: হায়ারারকিক্যাল কাঠামো কাকে বলে?
  44. উত্তর: যে ওয়েব কাঠামোতে মূল বিষয় গুলোর জন্য মেনু তৈরি করে এবং তারপর সাবমেনু তৈরি করে ওয়েব পেজ প্রদর্শন করা হয় তাকে হায়ারারকিক্যাল কাঠামো বলে।
  45. প্রশ্ন: হাইব্রিড স্ট্রাকচার কাকে বলে?
  46. উত্তর: যখন একাধিক ওয়েব কাঠামো ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয় তখন তাকে হাইব্রিড কাঠামো বলে।
  47. প্রশ্ন: নেটওয়ার্ক কাঠামো কাকে বলে?
  48. উত্তর: যে ওয়েবসাইটের প্রতিটি পেজ এর মধ্যে একটির সাথে অন্যটির লিংক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে।
  49. প্রশ্ন: HTML Tag কাকে বলে?
  50. উত্তর: HTML ভাষায় প্রোগ্রাম লেখার জন্য HTML keyword গুলো যখন Double Angel Bracket < > দ্বারা আবদ্ধ করা হয় তখন তাকে HTML Tag বলে। যেমন: <html>
  51. প্রশ্ন: HTML tag কত প্রকার?
  52. উত্তর: বৈশিষ্ট্য অনুযায়ী Tag দুই প্রকার যথা: 1.Container Tag 2.Empty Tag
  53. প্রশ্ন: HTML tag এর syntax লেখ।
  54. উত্তর: HTML ভাষায় প্রোগ্রাম লেখার সময় যেসব নিয়ম-কানুন ও বিধি- নিষধ মেনে চলতে হয় সেই সমস্ত নিয়ম-নীতির সমষ্টিকে HTML Syntax (গঠন রীতি) বলে। যেমন: <opening tag> content...</closing tag>
  55. প্রশ্ন: HTML Attribute কাকে বলে?
  56. উত্তর: Attribute শব্দের আভিধানিক অর্থ হলো গুণ, চিহ্ন, লক্ষণ, ধর্ম, বিশেষণ, আরোপিত বৈশিষ্ট্য ইত্যাদি।
    HTML ভাষার অন্তর্ভুক্ত প্রতিটি ট্যাগ তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী কাজ করে থাকে। আর এই ট্যাগগুলোর Element এ নতুন মাত্রা যুক্ত করার জন্য HTML Tag এর অভ্যন্তরে যে সকল বৈশিষ্ট্য ব্যবহৃত হয় সেসব বৈশিষ্ট্যকে HTML Attribute বলে।
  57. প্রশ্ন: HTML Elements কাকে বলে?
  58. উত্তর: HTML ভাষায় তৈরিকৃত ওয়েবপেজে আপনি ব্যবহারকারীদের নিকট যা প্রদর্শন করাতে চান তাকে Element বলে। যেমন: <p> Content/ Elements </p>
  59. প্রশ্ন: হাইপারলিংক (Hyperlink) কাকে বলে?
  60. উত্তর: Link শব্দের অর্থ হলো যুক্তকরা, সংযোগস্থাপন করা, মিলন ঘটানো ইত্যাদি।
    Hyperlink হচ্ছে ওয়েবসাইটের বা ওয়েবপেজের বিশেষ কোনো অংশের সাথে অন্য কোনো অংশের, একটি ওয়েবপেজের সাথে অন্য কোনো ওয়েবপেজের বা একটি ওয়েবসাইটের সাথে অন্য কোনো ওয়েবসাইটের সংযোগ ঘটানো।
  61. প্রশ্ন: হাইপারলিংক কত প্রকার?
  62. উত্তর: হাইপারলিঙ্ক তিন প্রকার। যাথা: 1. Internal Hyperlink, 2.Local Hyperlink, 3. Global Hyperlink.
  63. প্রশ্ন: Internal Hyperlink কাকে বলে?
  64. উত্তর: যদি একই ওয়েবপেজের মাঝে link করা হয় তবে তাকে Internal Hyperlink বলে।
  65. প্রশ্ন: Local Hyperlink কাকে বলে?
  66. উত্তর: যদি একই ওয়েবসাইটের মাঝে link করা হয় তবে তাকে Local Hyperlink বলে।
  67. প্রশ্ন: Global Hyperlink কাকে বলে?
  68. উত্তর: যদি একটি ওয়েবসাইটের বাইরে অন্য এক বা একাধিক ওয়েবসাইট অথবা ওয়েবপেজের মাঝে link করা হয় তবে তাকে Global Hyperlink বলে।
  69. প্রশ্ন: ওয়েব পাবলিশিং কাকে?
  70. উত্তর: কোনো ওয়েব পেইজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েব পাবলিশিং বলে।
  71. প্রশ্ন: ডোমেইন নেম(Domain name) কাকে বলে?
  72. উত্তর: ডোমেইন নেম (Domain name) হলো একটি ইংরেজি শব্দ। এর বাংলা অর্থ হলো স্থান বা ঠিকানা। ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটি ওয়েবসাইটের নামকে বোঝায়। যেমন: example.com, example.gov, example.edu etc.
  73. প্রশ্ন: Domain name কতো প্রকার?
  74. উত্তর: TLD = Top Level Domain
    gTLD = Generic Top Level Domain
    0SLD = Sub Level Domain
    ccTLD = Country Code Top Level Domain
  75. প্রশ্ন: IP Address কাকে বলে?
  76. উত্তর: নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারের একটি নির্দিষ্ট Identity Address কে IP Address বলে।
  77. প্রশ্ন: ওয়েব হোস্টিং কাকে বলে?
  78. উত্তর: উইকিপিডিয়া মতে “একটি ওয়েব হোস্টিং পরিষেবা এমন একটি ইন্টারনেট হোস্টিং পরিষেবা যা ব্যক্তি এবং সংগঠনগুলিকে তাদের ওয়েবসাইটকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে অ্যাক্সেসযোগ্য করতে দেয়। “
  79. প্রশ্ন: ওয়েব হোস্টিং সার্ভার কি?
  80. উত্তর: ওয়েব হোস্টিং হচ্ছে একটি Storage বা জায়গা যাতে ওয়েবসাইটের মালিকেরা তাদের ওয়েব কন্টেন্ট জমা রাখে। ওয়েবসাইট খুলতে গেলেই আপনার একটি হোস্টিং সার্ভিস লাগবে। আপনার সাইটের ফাইলগুলো সেখানে জমা থাকবে।


Post a Comment

Previous Post Next Post