বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব -৩

বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে সাধারণ জ্ঞানের তৃতীয় পর্বে আপনাদের জানাই স্বাগতম...

মুক্তিযুদ্ধ,BCS,স্বাধীনতা সংগ্রাম,ইতিহাস,independence of Bangladesh, the Liberation war
  1. প্রশ্ন: মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
  2. উত্তর: মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
  3. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?
  4. উত্তর: ক্যাপ্টেন এ কে খন্দকার।
  5. প্রশ্ন: প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
  6. উত্তর: এম হোসেন আলী।
  7. প্রশ্ন: সাইমন ড্রিং কে ছিলেন?
  8. উত্তর: ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালক ছিলেন।
  9. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
  10. উত্তর: ১৮ই এপ্রিল কলকতায়।
  11. প্রশ্ন: সম্প্রতি কোন বীর শ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
  12. উত্তর: বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
  13. প্রশ্ন: বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল?
  14. উত্তর: পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
  15. প্রশ্ন: কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?
  16. উত্তর: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
  17. প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?
  18. উত্তর: ভারতের আমবাসা এলাকায়।
  19. প্রশ্ন: দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?
  20. উত্তর: ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
  21. প্রশ্ন: বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?
  22. উত্তর: মাদার মারিও ভেরেনজি।
  23. প্রশ্ন: স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?
  24. উত্তর: হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
  25. প্রশ্ন: বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?
  26. উত্তর: শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
  27. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?
  28. উত্তর: ২১ শে নভেম্বর, ১৯৭১।
  29. প্রশ্ন: কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
  30. উত্তর: আবদুস সাত্তার।
  31. প্রশ্ন: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
  32. উত্তর: এম আর আখতার মুকুল।
  33. প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?
  34. উত্তর: মোস্তফা কামাল, ১৮ই এপ্রিল ১৯৭১
  35. প্রশ্ন: বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ কে করেন?
  36. উত্তর: মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
  37. প্রশ্ন: একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন?
  38. উত্তর: উক্যাচিং মারমা।
  39. প্রশ্ন: ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
  40. উত্তর: ০৬ ডিসেম্বর, ১৯৭১।


Post a Comment

Previous Post Next Post