উত্তর: আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই। আল্লাহ্ মহান, আল্লাহ্ মহান। সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য।
প্রশ্ন: ঈদের সালাত আদায় করার বিধান কি?
উত্তর: ওয়াজিব।
প্রশ্ন: ঈদের সালাতে অতিরিক্ত কয় তাকবীর দিতে হয়?
উত্তর: অতিরিক্ত ছয় তাকবীর দিতে হয়।
প্রশ্ন: ঈদ-উল-ফিতরের সুন্নত কয়টি?
উত্তর: ১.অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
২.মিসওয়াক করা।
৩.গোসল করা।
৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা।
৫.সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
৬.সুগন্ধি ব্যবহার করা।
৭.ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টিজাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া।
৮.সকাল সকাল ঈদগাহে যাওয়া।
৯.ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
১০.পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
১১.ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
১২.যে রাস্তায় ঈদগাতে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা।
১৩.ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়া।
প্রশ্ন: ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি কি?
উত্তর: সর্বোত্তম পদ্ধতি হলো এই দোয়া পাঠ করা—‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ বলা। এর অর্থ হলো, আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন।
প্রশ্ন: প্রথম ঈদ-উল-ফিতর কত সালে চালু হয়?
উত্তর: মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়ে দ্বিতীয় হিজরি মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দের ৩০ বা ৩১ মার্চ।
Post a Comment