ঈদ-উল-ফিতর সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব-১

ঈদ-উল-ফিতর সম্পর্কে সাধারণ জ্ঞানের প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

ঈদ-উল-ফিতর সম্পর্কে সাধারণ জ্ঞান, general knowledge about eid ul fitr
  1. প্রশ্ন: ঈদ কোন ভাষার শব্দ?
  2. উত্তর: ঈদ আরবি ভাষার শব্দ।
  3. প্রশ্ন: ঈদ শব্দের অর্থ কি?
  4. উত্তর: আনন্দ, খুশি ও বার বার ফিরে আসা।
  5. প্রশ্ন: ফিতর শব্দের অর্থ কি?
  6. উত্তর: ভেঙে ফেলা, রোযা ভঙ্গকরণ।
  7. প্রশ্ন: ঈদ উল ফিতর শব্দের অর্থ কি?
  8. উত্তর: ঈদুল ফিতর অর্থ রোযা ভাঙ্গার আনন্দ বা উৎসব।
  9. প্রশ্ন: ঈদ মোবারক অর্থ কি?
  10. উত্তর: “ঈদ মোবারক” শব্দের অর্থ হলো ঈদ বা আনন্দ উদ্‌যাপন কল্যাণময় হোক।
  11. প্রশ্ন: ঈদ কি?
  12. উত্তর: ঈদ হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব।
  13. প্রশ্ন: ঈদ কয়টি?
  14. উত্তর: ঈদ দুইটি। যথা: ১. ঈদ-উল-ফিতর ২. ঈদ-উল-আযহা।
  15. প্রশ্ন: ঈদ-উল-ফিতর আরবি কোন মাসে হয়?
  16. উত্তর: শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উৎসব পালন করা হয়।
  17. প্রশ্ন: শাওয়াল হিজরি সনের কততম মাস?
  18. উত্তর: দশম মাস।
  19. প্রশ্ন: ঈদের তাকবীর কি?
  20. উত্তর: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।
  21. প্রশ্ন: ঈদের তাকবীরের বাংলা অর্থ কি?
  22. উত্তর: আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ্‌ ছাড়া অন্য কোন উপাস্য নেই। আল্লাহ্‌ মহান, আল্লাহ্‌ মহান। সমস্ত প্রশংসা আল্লাহ্‌র জন্য।
  23. প্রশ্ন: ঈদের সালাত আদায় করার বিধান কি?
  24. উত্তর: ওয়াজিব।
  25. প্রশ্ন: ঈদের সালাতে অতিরিক্ত কয় তাকবীর দিতে হয়?
  26. উত্তর: অতিরিক্ত ছয় তাকবীর দিতে হয়।
  27. প্রশ্ন: ঈদ-উল-ফিতরের সুন্নত কয়টি?
  28. উত্তর: ১.অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
    ২.মিসওয়াক করা।
    ৩.গোসল করা।
    ৪.শরীয়তসম্মত সাজসজ্জা করা।
    ৫.সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
    ৬.সুগন্ধি ব্যবহার করা।
    ৭.ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টিজাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া।
    ৮.সকাল সকাল ঈদগাহে যাওয়া।
    ৯.ঈদুল ফিতরে ঈদগাতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
    ১০.পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া।
    ১১.ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
    ১২.যে রাস্তায় ঈদগাতে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা।
    ১৩.ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে তাকবীর পড়া।
  29. প্রশ্ন: ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি কি?
  30. উত্তর: সর্বোত্তম পদ্ধতি হলো এই দোয়া পাঠ করা—‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ বলা। এর অর্থ হলো, আল্লাহ আমাদের ও আপনার পক্ষ থেকে কবুল করুন।
  31. প্রশ্ন: প্রথম ঈদ-উল-ফিতর কত সালে চালু হয়?
  32. উত্তর: মুসলমানরা প্রথম ঈদুল ফিতরের নামাজ পড়ে দ্বিতীয় হিজরি মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দের ৩০ বা ৩১ মার্চ।


Post a Comment

Previous Post Next Post