দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বিখ্যাত উক্তি পর্ব-১

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের উক্তির প্রথম পর্বে আপনাদের জানাই স্বাগতম...

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের  বিখ্যাত বাণী, উক্তি ও স্ট্যাটাস, famous, Quotes, expression, and Status of deshbandhu chittaranjan das bikkhato ukti, status,  Creationbangla-24
  1. ⛥ একটা জাতির জীবন তাে ঠিক হঁটের ইমারত নয় যে, ঠেকা দিয়া খানিকটা ভাঙিয়া ফেলিয়া সে দিকটা আবার নূতন ধরনের নতুন উপকরণে গড়িয়া তুলিবে।

  2. ⛥ পরিষ্কার কাঁচ যেমন মানুষের দৃষ্টির অন্তরায় না হইয়া সাহায্য করে, কথাও ঠিক তেমনি ভাবকে জমাইয়া তােলে।

  3. ⛥ সমস্ত মানবজাতির মধ্যে সত্য ভ্রাতৃত্বভাব জাগাইতে হইলে ভিন্ন ভিন্ন জাতিসমূহকে বিকশিত করিতে হইবে। তাহার পূর্বে এই ভ্রাতৃত্বভাব অসার কল্পনা মাত্র।

  4. ⛥ যে আপনাকে দুর্বল হইতে দেয়, তাহার বলহীনতা যে তাহারই দোষ। জগতের ইতিহাস বার বার সপ্রমাণ করিয়া দিয়াছে যে, এক জাতিকে অন্য কোনাে জাতি হাতে ধরিয়া তুলিয়া দিতে পারে না।

  5. ⛥ ফুল তাে শুধু ফুল নয়, সে যে সকল বিশ্বের মহাপ্রাণ, তাহারি প্রাণকণিকা, সে যে অত্যন্ত লীলাময়ের লীলা-সহচর। তাহার মধ্যেও যে বিশ্বরূপ জাগিয়া আছে।

  6. ⛥ মানুষ যখন প্রেমের ভিতর দিয়া স্বাধীন হয়, মিলিত হয়, তখন সে নির্বাণ মুক্তি চায় না। সে তখন তাহার প্রিয়তমের সহিত প্রাণের লীলাভঙ্গে আনন্দরস ভােগ করে কে তখন তােমার মায়াবাদের সূত্র প্রতিপাদ্যের ধার ধারে।

  7. ⛥ আমার বাংলা ভাষা যে রাজরাণি, আপনার গৌরবে সে যে গরবিনী।

  8. ⛥ বাংলা আপনার আত্মবিকাশ আপনি করিবে, আপনার গান আপনি গাহিবে, আপন সাধন দ্বারা সেই সিদ্ধিলাভ করিবে ও আপন জগতের সম্মুখে দাঁড়াইবে।

  9. ⛥ বাঙালির একটা বিশিষ্ট রূপ আছে, একটা বিশিষ্ট প্রকৃতি আছে, একটা স্বতন্ত্র ধর্ম আছে। এই জগতের মাঝে বাঙালির একটা স্থান আছে, অধিকার আছে, কর্তব্য আছে।

  10. ⛥ সকল প্রকার আক্রমণ হইতে নিজেকে সম্ভ্রমের সহিত রক্ষা করাই মানুষের ধর্ম, আমাদের জীবনের সেই একমাত্র মূল সূত্র।

  11. ⛥ কোনাে একটা জাতিকে কিছু হইতে হইতে তাহার স্বভাবধর্মে সেই হওয়া জিনিসটার বীজ থাকা চাই।

  12. ⛥ দেশের সার্বিক উন্নতির জন্য যদি আমাকে প্রাণপাত পরিশ্রম করতে হয়, আমি নির্দ্বিধায় তা করব। আমি আন্তরিকভাবে ভারতবাসীর উন্নতি চাই।

  13. ⛥ দেশের সর্বত্র এখন একটা সাড়া পড়ে গেছে। আমরাও এই আন্দোলনে অংশ নেব। ভারতবাসীর পূর্ণ স্বাধীনতা না হওয়া পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না।

  14. ⛥ দেশকে ভালবাসা যদি অপরাধ হইয়া থাকে তবে আমি অপরাধী।

  15. ⛥ পরধীনতার শৃঙ্খল আমাদের ভাঙতে হবে। ইহাতে আমার যদি মৃত্যু ঘটে তাতেই বা কি?

  16. ⛥ হে ভারতবাসী, তােমাকে মনে রাখতে হবে, তুমি জন্ম থেকে একটি নির্দিষ্ট কর্মসম্প্রদানের জন্য নিজেকে প্রস্তুত রাখবে। যতক্ষণ পর্যন্ত ভারত পরাধীন ততক্ষণ কোনাে রকম অলসতার মধ্যে দিয়ে সময় কাটাবে না। তােমার সামনে যে ভবিষ্যৎ তা তুমিই তৈরি করতে পারাে।



Post a Comment

Previous Post Next Post